28-01-2025, 11:52 AM
(27-01-2025, 08:22 PM)বহুরূপী Wrote: দাসী কমলিনী: পর্ব ৩
রাত খুব একটা গভীর নয়। আকাশে মেঘেদের আগমনে উজ্জ্বল নক্ষত্র ও চন্দ্র আজ ছুটি নিয়েছে। তবে রাত্রি অন্ধকার হলেও নগরীর কিছু পথ দীপমালায় উজ্জ্বল। রাজপূরিতে ওঠার পথটিও অন্ধকার নয়। এই অবস্থায় গোপনে রাজপুরীতে প্রবেশ সবার জন্যে সম্ভব নয়। কেন না, প্রথমে পরিখা আর পরিখা পার করলেই প্রায় দশহাত চওড়া স্থূল চতুষ্কোণ প্রস্তরে নির্মিত প্রাকার বেষ্টন রাজপুরীতে ওঠার পথটি অতি সুরক্ষিত করে রেখেছে। প্রায়ই পনেরো হাত উঁচু হয়ে দাড়ানো পাথরের তৈরি এই প্রাকার বলয়ের মতো চক্রাকারে পুরভূমিকে আবদ্ধ করে সগর্বে দাড়িয়ে আছে ।প্রাকারের অভ্যন্তরে সুড়ঙ্গ আছে; কিন্তু সে পরের আলোচনা।
দেবসেনা সেনানিবাসের থেকে নগরীতে এসে প্রধান পথ ধরে সোজা এগিয়ে প্রাকারের পাহারা পার করে রাজপুরীর উচ্চ তোরণদ্বার দিয়েই ভেতরে প্রবেশ করলো। এমনটি নয় যে গোপন পথের সন্ধান দেবসেনার জানা ছিল না,আসলে আলোচনা গোপনীয় হলেও গোপনে আসার কোন প্রয়োজনে ছিল না।
পারিপার্শিকের বিবরণ অতি উত্তম।