21-01-2025, 05:28 PM
রাতে সব অতিথিরা এলে রন চুপচাপ সবার সাথে বসে গণেশের জন্মদিন উদযাপন করে। সুজয় বিজয় মিলে গণেশের মা আর দিদিকে খুব সাহায্য করে সবাইকে সার্ভ করতে, এটা ওটা এগিয়ে দিতে। এমনকি সব গেস্ট চলে গেলেও ওরা যায় না। তখন অবশ্য রাত প্রায় এগারোটা বাজে। গীতির সকালে ভার্সিটির ক্লাস আছে। গনেশ , রন আর সুজয় বিজয়েরও কলেজ আছে। তাই কাঁকন দেবী সবাইকে বাসায় চলে যেতে বলে আর গীতি গণেশকেও নিজের রুমে গিয়ে ঘুমাতে বলে। কিন্তু রন আর সুজয় বিজয় কোনো ভাবেই যেতে রাজি হয় না, কারণ হিসেবে বলে, আন্টির এই সব জঞ্জাল একা পরিষ্কার করতে হবে, এটা ওরা কিছুতেই দেবে না। গীতি এতে বিরক্ত হয় আর কাঁকন দেবী আবেগে আপ্লুত হয়ে যায়। সবাই মিলে কাজ শেষ করতে করতে বারোটা পার হয়ে যায়। নীরা এক মাঝে অবশ্য রন কে কয়েক বার ফোন দিয়ে ফেলেছে, এত রাত দেখে কাঁকন দেবী সবাইকে রাতে থেকে যেতে বলে, সুজয় বিজয় গণেশের ছোট বেলার বন্ধু বিধায় ওদের মা রাতে থাকতে বাধা দেবে না, তাছাড়া ওদের বাড়িও মাত্র 10 মিনিটের হাঁটা পথ। কিন্তু নিরা গাড়ি পাঠিয়ে দিতে চায় রনের জন্য। পরে রন কাঁকন দেবীর সাথে অজিতের কথা বলিয়ে দেয়। কাঁকন দেবী অজিত কে খুব করে ফোনে অনুরোধ করলে অজিত রনের ইচ্ছা আছে বুঝে সম্মতি দেয়। কিন্তু নিরা কষ্ট পেয়ে চুপ হয়ে যায়। তার ছেলে তার অনুরোধ শুনলো না।
সবাইকে রাজি করলেও এখন সমস্যা হচ্ছে থাকা নিয়ে।( যেহেতু গণেশের বাবা বিদেশে থাকে তাই দুই বেড রুম আর ড্রয়িং ডাইনিং আর কিচেন আর দুটো বাথরুমের বাসা গণেশদের, কাঁকন দেবী আর গীতি এক রুমে থাকে আর গনেশ আলাদা রুমে) গণেশের সিঙ্গেল খাট আর কাঁকন দেবী আর গীতির খাটেও মাত্র দুজন ভালো করে ঘুমাতে পারবে। ড্রয়িং রুমে ও ফ্লোরিংয়ের জায়গা নেই, আছে কেবল কাঁকন দেবী আর গীতির রুমে, তাও দুজনের। তাই গীতি গিয়ে গণেশের রুমে ঘুমিয়ে পড়ে, কাঁকন দেবী, সুজয়,বিজয়, গনেশ আর রন কাঁকন দেবী আর গীতির রুমে। কাঁকন দেবী উপর রন আর সুজয় বিজয় কে কোন রকম এডজাস্ট করে ঘুমাতে বলে, আর নিচে উনি আর গনেশ শুয়ে পড়ল, কিন্তু রন এত চাপাচাপি করে ঘুমাতে পারছে না বলে বসে পরে, কাঁকন দেবীর খারাপ লাগে, আসলেই তো কত বড় ঘরের ছেলে, তাই তিনি ইতস্তত করে রন যে বলে তার পাশে শুতে আর গনেশ কে উপরে শুতে। রন যেন এই কথারই অপেক্ষায় ছিল, এক সেকেন্ডে রাজি হয়ে যায়, গিয়ে কাঁকন দেবীর কাছে শুয়ে তার গালে চুমু খেয়ে বলে, ওয়াও আমি আজ আমার আরেক মায়ের কাছে ঘুমাবো। কাঁকন দেবী হেসে ফেলে, মায়ের মত করেই রনের মাথায় হাত বুলাতে থাকেন। তখন তার মনে পরে,অজিতের মুখে রনের মা কিছুতেই রাজি হচ্ছে না, কথাটার কথা। এটা শুনে একটু থতমত খেয়েছিল, আর এখন সেটা রন কে জিজ্ঞাসা করবে কিনা ভাবতে থাকে। আবার ভাবে হয়তো সৎ মা, জিজ্ঞাসা করলে যদি ছেলেটা মন খারাপ করে! তবে কৌতূহলের বশে এক পর্যায়ে জিজ্ঞাসা করে ফেলে, আচ্ছা রন, তোর বাবা যে তোর মায়ের কথা বলল! কেমন মা তোর!
রনর মুখটা অচিরেই মলিন হয়ে যায় , কিছুটা কষ্ট নিয়ে উদাস কন্ঠে বলে, আমার আপন জন্মদাত্রী মাই হয় আন্টি। কিন্তু আমার মা তোমাদের মত স্বাভাবিক মা নয়। বলতে গেলে অন্যসব বাচ্চাদের মত মায়ের আদর শাসন যত্ন কিছুই আমার ছোটবেলায় জোটে নি। খুব tired লাগছে আন্টি। অন্য কোনো দিন বলবো এসব। এখন ঘুমাও।
কাঁকন দেবী আবার কষ্ট পায়। বুকটা কেঁপে ওঠে ওনার। ভাবে হয়তো রনের মা অসুস্থ। তাই তিনি রন কে আগলে ধরে বুকে টেনে নেন। রন ও চুপ করে থাকে।
এক সময় রাত গভীর হতেই সারাদিনের পরিশ্রমে সবাই মরার মত ঘুমায়। কিন্তু রন আর সুজয় বিজয় জেগে থাকে।
সবাইকে রাজি করলেও এখন সমস্যা হচ্ছে থাকা নিয়ে।( যেহেতু গণেশের বাবা বিদেশে থাকে তাই দুই বেড রুম আর ড্রয়িং ডাইনিং আর কিচেন আর দুটো বাথরুমের বাসা গণেশদের, কাঁকন দেবী আর গীতি এক রুমে থাকে আর গনেশ আলাদা রুমে) গণেশের সিঙ্গেল খাট আর কাঁকন দেবী আর গীতির খাটেও মাত্র দুজন ভালো করে ঘুমাতে পারবে। ড্রয়িং রুমে ও ফ্লোরিংয়ের জায়গা নেই, আছে কেবল কাঁকন দেবী আর গীতির রুমে, তাও দুজনের। তাই গীতি গিয়ে গণেশের রুমে ঘুমিয়ে পড়ে, কাঁকন দেবী, সুজয়,বিজয়, গনেশ আর রন কাঁকন দেবী আর গীতির রুমে। কাঁকন দেবী উপর রন আর সুজয় বিজয় কে কোন রকম এডজাস্ট করে ঘুমাতে বলে, আর নিচে উনি আর গনেশ শুয়ে পড়ল, কিন্তু রন এত চাপাচাপি করে ঘুমাতে পারছে না বলে বসে পরে, কাঁকন দেবীর খারাপ লাগে, আসলেই তো কত বড় ঘরের ছেলে, তাই তিনি ইতস্তত করে রন যে বলে তার পাশে শুতে আর গনেশ কে উপরে শুতে। রন যেন এই কথারই অপেক্ষায় ছিল, এক সেকেন্ডে রাজি হয়ে যায়, গিয়ে কাঁকন দেবীর কাছে শুয়ে তার গালে চুমু খেয়ে বলে, ওয়াও আমি আজ আমার আরেক মায়ের কাছে ঘুমাবো। কাঁকন দেবী হেসে ফেলে, মায়ের মত করেই রনের মাথায় হাত বুলাতে থাকেন। তখন তার মনে পরে,অজিতের মুখে রনের মা কিছুতেই রাজি হচ্ছে না, কথাটার কথা। এটা শুনে একটু থতমত খেয়েছিল, আর এখন সেটা রন কে জিজ্ঞাসা করবে কিনা ভাবতে থাকে। আবার ভাবে হয়তো সৎ মা, জিজ্ঞাসা করলে যদি ছেলেটা মন খারাপ করে! তবে কৌতূহলের বশে এক পর্যায়ে জিজ্ঞাসা করে ফেলে, আচ্ছা রন, তোর বাবা যে তোর মায়ের কথা বলল! কেমন মা তোর!
রনর মুখটা অচিরেই মলিন হয়ে যায় , কিছুটা কষ্ট নিয়ে উদাস কন্ঠে বলে, আমার আপন জন্মদাত্রী মাই হয় আন্টি। কিন্তু আমার মা তোমাদের মত স্বাভাবিক মা নয়। বলতে গেলে অন্যসব বাচ্চাদের মত মায়ের আদর শাসন যত্ন কিছুই আমার ছোটবেলায় জোটে নি। খুব tired লাগছে আন্টি। অন্য কোনো দিন বলবো এসব। এখন ঘুমাও।
কাঁকন দেবী আবার কষ্ট পায়। বুকটা কেঁপে ওঠে ওনার। ভাবে হয়তো রনের মা অসুস্থ। তাই তিনি রন কে আগলে ধরে বুকে টেনে নেন। রন ও চুপ করে থাকে।
এক সময় রাত গভীর হতেই সারাদিনের পরিশ্রমে সবাই মরার মত ঘুমায়। কিন্তু রন আর সুজয় বিজয় জেগে থাকে।