18-01-2025, 09:58 PM
(This post was last modified: 27-09-2025, 08:49 PM by Neellohit. Edited 2 times in total. Edited 2 times in total.)
নিয়ম অনুযায়ী তিন রাত্রি কাটালাম শশুরবাড়িতে , দুপুরে রাতে অগুন্তিবার মিলিত হলাম তুবড়ির সাথে চলে আসার দিন সকালে তুবড়ির পিরিয়ড শুরু হলো আমি ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসে চা খাওয়ার পরে একটা সিগারেট ধরিয়েছি স্নান করে বেরিয়ে তুবড়িই খবরটা দিলো '' এতো তাড়াতাড়ি হলো ?'' '' হবে না ! দিনে রাতে এতবার বাঁশটা পুঁতেছিস তার ফল আর কি ?'' ওর ঠোঁটের গোড়ায় লাজুক মিষ্টি হাসির রেশ , আমার মনটা খারাপ হয়ে গ্যালো সামনের ক'দিন কিছুই হবে না ভেবে ঝুঁকে আমার গালে একটা আলতো চুমু দিয়ে বললো ''এখন চারটে দিন লক্ষী ছেলে হয়ে থাক '' '' আর কি করা ?'' '' যা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় মনি জলখাবার রেডি করছে '' আমি ফ্রেশ হতে বাথরুমে ঢুকে তুবড়ির গন্ধে ভরা বাথরুমের বাতাসে বুক ভরে নিঃস্বাস নিলাম | ডাইনিং টেবিলে দেখলাম বাপিও অপেক্ষা করছেন আমার জন্য , খেতে খেতে কথা বলতে থাকলাম , এই ক'দিনে বাপির সাথে অনেক বিষয়েই কথা হয়েছে বাপির কথায় বুঝেছি বাপির ব্যবসায় আমায় জুড়তে হবে অর্থাৎ যেহেতু বাপির শরীর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তাই বাপির ইচ্ছা সমস্ত ব্যবসার দায়িত্ব আমাকেই নিতে হবে আগেও এই বিষয়ে অনেকবার বলেছেন , আমি অতটা গুরুত্ব দিচ্ছিলাম না আজ খাওয়ার টেবিলে লাবনী আর তুবড়ির উপস্থিত ওঁর কথা থেকে বুঝলাম বিষয়টা সত্যিই সেইদিকেই যাচ্ছে লাবনী আর তুবড়ির দিকে তাকিয়ে বুঝলাম ওদেরও ইচ্ছা আমি এখন থেকেই ব্যবসার কাজকর্ম বুঝে নিই | আমি আসন্ন দিনগুলোর কথা এবার যে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এটা বুঝে নিজের মনস্থির করে নিলাম যেটা নতুন বিষয় এলো তাহলো শ্যামলদার কোম্পানিতে বাপির ফিফটি পার্সেন্ট শেয়ার আমার নাম ট্রান্সফার করে দিয়েছেন সেই কাগজ দেখালেন , দেখলাম কন্টাক্টে শ্যামল'দারও সিগনেচার রয়েছে , বুঝলাম বাপি আগে থেকেই মনস্থির করেই রেখেছিলেন , জলখাবারের পরে ঘরে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছি তুবড়ি এলো আমার পাশে দাঁড়িয়ে বললো '' শুভ এছাড়া আর কোনো উপায় নেই রে বাপির শরীর খুব খারাপ , তুই ছাড়া আর কে দেখবে বল ?'' বলতে বলতেই তুবড়ির গলাটা ধরে ওর দিকে তাকিয়ে দেখলাম ওর দুচোখে জল , আমি ওর কাঁধটা ধরে আমার দিকে টেনে নিলাম '' কাঁদিস না আমি আছি তো তোদের পাশে '' পিছন থেকে বনির গলা খাঁকারির শব্দে ওকে ছেড়ে দিয়ে বনির দিকে তাকালাম ওর দুচোখেও জল ধরা গলায় বললো '' জানি তো তুমি আমাদের পাশে সবসময় আছো কিন্তু এখন থেকে শুধু পাশে থাকা নয় সব দায়িত্বই নিতে হবে '' '' আমি তো প্রায় কিছুই জানিনা সব বুঝতে সময় লাগবে তার ওপরে তোমাদের সাহায্যও প্রয়োজন '' '' কথা দিচ্ছি যত হেল্প দরকার সব দেব আমরা , কিছুদিন সাহেবের সাথে থাকলে উনিই তোমায় সব বুঝিয়ে দেবেন '' , আমি মনস্থির করে নিলাম দুপুরে খেতে বসে আমার মনোভাব বাপিকে জানাতে উনি ভীষণ খুশি হলেন '' যাক আমি নিশ্চিন্ত হলাম তবে আমি তোমায় যতটা চিনেছি আর শ্যামলের থেকে যা শুনেছি তোমার জেঠুর সাথে থেকে তুমি যেভাবে শিখেছো এই ব্যবসা বুঝতে খুব অসুবিধা হবে না আর আমি তো আছিই আর লাবনীও আমার সব যোগাযোগ জানে তিন্নিও অনেকটাই জানে কোনো অসুবিধা হবে না ''
'' কিন্তু আপনার এতো ভেঙে পড়া চলবে না বাপি আমি আর তুবড়ি ঘুরে আসি তারপর আপনা চিকিৎসা ব্যবসা সবকিছু নিয়ে কথা হবে '' বাপি মাথা নেড়ে সায় দিলেন '' হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো করে ঘুরে এসো '' সবাই খুশি হলেও আমরা বাড়িতে ফিরলাম ভারাক্রান্ত মন নিয়ে | রাতে জেঠিমা আর দাদাভাইকে সব বললাম বৌদি আর তুবড়িও সামনে ছিল জেঠিমার কথায় আমার মনের বাকি দ্বীধাও কেটে গ্যালো | তিনদিন পরে আমাদের হনিমুন করতে গোয়া যাওয়ার দিন , আমি চিন্তায় ছিলাম তুবড়ির পিরিয়ড নিয়ে যেদিন যাওয়ার কথা সেদিন তুবড়ি বললো '' অল ক্লিয়ার '' সন্ধ্যার ফ্লাইটে গোয়া পৌঁছলাম , হোটেলের গাড়ি অপেক্ষা করছিলো ,সোজা হোটেলে পৌঁছে দেখলাম দারুন ব্যবস্থা , সুন্দর করে সাজানো কটেজ সমুদ্রমূখী হোটেলের নিজস্ব বিচ চা স্নাক্স খেয়ে হোটেলের গাড়ি নিয়ে বেরোলাম কিছু কেনাকাটার ছিল ,তুবড়ির জন্য একটা টুপিস বিকিনি কিনবো ভেবেছিলাম ওর ভীষণ আপত্তি শেষে টাইট শর্টস আর স্লিভলেস টপ পড়তে রাজি হলো একজোড়া কিনলাম , একটা ক্যাফেতে বসে কফি আর কুকিস খেলাম তারপর ফিরলাম আমাদের কটেজে একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসলাম তুবড়ি এলো ফ্রেস হয়ে একটা স্লিভলেস নুড্ল স্ট্র্যাপ নাইটি পরনে চুলটা চুড়ো করে বাঁধা একটানে বসালাম আমার কোলে অন্ধকার ব্যালকনিতে কেউ দেখার নেই এলোমেলো আদরে ভরিয়ে দিলাম , ঘরে সেলারে সিঙ্গল মূলত ছিল দুজনে ছোট দুটো পেগ নিয়ে বসলাম সমুদ্রের হাওয়া আর গর্জন শুনতে শুনতে দুজন দুজনকে আদরে অনুরাগে ভরে দিতে থাকলাম |
'' কিন্তু আপনার এতো ভেঙে পড়া চলবে না বাপি আমি আর তুবড়ি ঘুরে আসি তারপর আপনা চিকিৎসা ব্যবসা সবকিছু নিয়ে কথা হবে '' বাপি মাথা নেড়ে সায় দিলেন '' হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো করে ঘুরে এসো '' সবাই খুশি হলেও আমরা বাড়িতে ফিরলাম ভারাক্রান্ত মন নিয়ে | রাতে জেঠিমা আর দাদাভাইকে সব বললাম বৌদি আর তুবড়িও সামনে ছিল জেঠিমার কথায় আমার মনের বাকি দ্বীধাও কেটে গ্যালো | তিনদিন পরে আমাদের হনিমুন করতে গোয়া যাওয়ার দিন , আমি চিন্তায় ছিলাম তুবড়ির পিরিয়ড নিয়ে যেদিন যাওয়ার কথা সেদিন তুবড়ি বললো '' অল ক্লিয়ার '' সন্ধ্যার ফ্লাইটে গোয়া পৌঁছলাম , হোটেলের গাড়ি অপেক্ষা করছিলো ,সোজা হোটেলে পৌঁছে দেখলাম দারুন ব্যবস্থা , সুন্দর করে সাজানো কটেজ সমুদ্রমূখী হোটেলের নিজস্ব বিচ চা স্নাক্স খেয়ে হোটেলের গাড়ি নিয়ে বেরোলাম কিছু কেনাকাটার ছিল ,তুবড়ির জন্য একটা টুপিস বিকিনি কিনবো ভেবেছিলাম ওর ভীষণ আপত্তি শেষে টাইট শর্টস আর স্লিভলেস টপ পড়তে রাজি হলো একজোড়া কিনলাম , একটা ক্যাফেতে বসে কফি আর কুকিস খেলাম তারপর ফিরলাম আমাদের কটেজে একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসলাম তুবড়ি এলো ফ্রেস হয়ে একটা স্লিভলেস নুড্ল স্ট্র্যাপ নাইটি পরনে চুলটা চুড়ো করে বাঁধা একটানে বসালাম আমার কোলে অন্ধকার ব্যালকনিতে কেউ দেখার নেই এলোমেলো আদরে ভরিয়ে দিলাম , ঘরে সেলারে সিঙ্গল মূলত ছিল দুজনে ছোট দুটো পেগ নিয়ে বসলাম সমুদ্রের হাওয়া আর গর্জন শুনতে শুনতে দুজন দুজনকে আদরে অনুরাগে ভরে দিতে থাকলাম |