18-01-2025, 04:28 AM
(18-01-2025, 01:36 AM)Boti babu Wrote: প্রিয় লেখক বন্ধু কিছু কথা বলছি আশা করি আপনি আমার এই কমেন্ট ভালো করে পড়বেন প্রথমেই বলে দিচ্ছি, আমি প্রথম এই ফোরামে এসেছিলাম একজন ইনসেস্ট পাঠক হিসেবেই তাতে আমার কোনও লজ্জা নেই কিন্তু ধীরে ধীরে সময়ে সময়ে সব রকমের গল্প পড়েছি এবং এখন আমি বলতেই পারি আমি সব রকমের গল্প পড়ি এখন আর নিজেকে একজন শুধুমাত্র ইনসেস্ট পাঠক হিসেবে ধরি না । যে গল্পের এক দুই পর্ব পড়ে ভালো লাগে সে গল্প আগা থেকে শেষ অব্দি পড়ি যদি দেখি গল্পের মাথা মুন্ডু কিছু নেই তাহলে আর ঐ গল্প আর পড়ে দেখি না। আপনাকে কথাটা বলছি কারন বিশ্বাস করুন আপনার লেখার হাত খুব উচ্চ মানের যদি আপনি আপনার লেখার হাত সাথে চিন্তা শক্তি এই ভাবে ধরে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে চটি সাহিত্যে আপনার নাম উল্লেখ যোগ্য ভাবে উপরের দিকে থাকবে। এই ভাবেই আপনি আপনার লেখা লিখতে থাকুন আমরা যারা সত্যিকারের ভালো লেখা পছন্দ করি এই সব পাঠকরা আপনার সাথে থাকবে।
এখন কথা হচ্ছে কেন আপনাকে এত কথা বললাম কিছু সময় যাবত দেখতে পারছি কিছু পাঠক অনেক লেখকের গল্পে গিয়ে ঐ গল্পের লেখকের কাছে ইনসেস্ট গল্প লিখার আব্দার করছে যদি শুধুমাত্র ইনসেস্ট গল্প লিখার আব্দার করতো তাহলে কোনও অসুবিধার কিছু ছিল না কিন্তু ঐ পাঠকরা লেখকের কাছে গল্পের ভবিষ্যতে কি ভাবে কি লিখতে হবে কি ভাবে ইনসেস্ট গল্প লিখতে হবে সেটা পর্যন্ত বলে দিচ্ছেন।
কাকতালীয় ভাবে যে এক দুই জন লেখকের জন্য এই বাংলা ইরোটিক গসিপ ফোরাম এখনও টিকে আছে তাদের কাছেই এই ইনসেস্ট লেখার আবেদন বেশি আসছে, আমার অসুবিধাটা এই জায়গাতেই বেশি হচ্ছে কেন শুধুমাত্র ভালো লেখকদের কাছেই ইনসেস্ট গল্প লেখার আবেদনে করবে ওরা একদম গল্পের প্লট দিয়ে দিচ্ছে হাতে করে, এই যে হাতে করে প্লট দিচ্ছে তাতে লেখকদের চলমান লেখার মৌলিক চিন্তাতে ব্যাঘাত ঘটানো হচ্ছে নাতো ইচ্ছে করে । আমার মনে হচ্ছে এই ব্যাপারটা একটু ভালো করে দেখা উচিত। ।।। আপনি যদি লেখকের কাছে আবেদন নিবেদন করতে চান তাহলে আপনারা ঐ লেখকদের কাছে প্রাইভেট মেসেজ দিন এই ভাবে লেখকের লেখাতে আপনাদের চিন্তা শেয়ার করে লেখক ভাইদের মানসিক চাপ বারাবেন না দয়াকরে , আপনাদের এই কর্ম কান্ড কেন জানি ঠিক মনে হচ্ছে না আপনাদের এই রকমের ইনসেস্ট লেখার আবেদন গুলি দেখে মনে হচ্ছে আপনাদের কোনও অসত উদ্দেশ্য আছে এই সবের পেছনে আপনাদের আবেদন গুলি দেখে মনে হচ্ছে আপনারা চাচ্ছেন যে সব ভালো লেখক একটু অন্য ধারার লেখা লিখছেন এই ফোরামে যে সব লেখকের লেখার জন্য এই বাংলা ইরোটিক গসিপ টিকে আছে সেই সব লেখক লেখা বন্ধ করে দিক , দয়া করে আপনাদের এই সব অনৈতিক আব্দার এবার বন্ধ করুন ।।।
শেষে লেখকের কাছে একটাই আবেদন যদি দেখেন কোনও পাঠক আপনাকে কোনও ভাবে হেই প্রতিপন্ন করার চেষ্টা করছে উল্টাপাল্ট কমেন্ট করছে আপনার চিন্তা মনে বিরূপ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ঐ পাঠকদের ইগনোর করুন সাথে রিপোর্ট করে ঐ কমেন্ট গুলি উড়িয়ে দিন।
ভালো থাকবেন এই ভাবেই ভালো ভালো লেখা লিখতে থাকুন।
আমি পুরোপুরি একমত আপনার সাথে, এভাবে চলতে থাকলে গল্প ধ্বংস হচ্ছে। ইনচেস্ট বা যেকোন গল্প বা প্লট যদি বলতে হয় তাহলে প্রাইভেট মেসেজে বলা উচিত। আর লেখকের গল্প পড়তে এসে আমি যদি লেখককেই শিখিয়ে দেই বা প্লট ঠিক করে দেই তাহলে সেই গল্প তো আমার নিজেরই লেখা উচিত, থ্রেড তো সবার জন্য ওপেন। লেখকের নিজস্ব চিন্তাভাবনা কে নিজের মনের মতো গল্প বা প্লট ধরিয়ে দেয়া তো ঠিক না। তাহলে তো সৃজনশীল গল্প আসবেই না।