মিতালি কথা অনুযায়ী খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম টিকিট কাটতে , পুরীতে ঘুরতে এসে এমন বিপর্যয়ের মুখে পরবো ভাবিতে পারি নি। তাই ঘোরা ক্যানসেল করে ফিরে যাবো কলকাতায়। একটু খারাফ লাগছে , যাইহোক টিকিট কেটে নিলাম পরদিন সকালেই ট্রেন। শুধু একটাই খটকা থেকে গেলো মনে , কি এমন হলো এক রাতে ,অচেনা অজানা আবির কে এতটা আপন করে নিলো মিতালি। এর আগে মিতালি কাউকে এমন আলিঙ্গন করে নি ,তার পর মিতালীর গলার পিঠের লালা ছোপ দাগ ঠিক যেন লাভ বাইট। কোনো ভাবেই মেলাতে পারছি না। ফিরে এলাম হোটেলে , রুমি তখনো ঘুমাচ্ছে। মিতালি জানতে চাইলো টিকিট হয়েছে কিনা। বললাম কাল সকালে ট্রেন। রাত টা কোনো রকমে কাটিয়ে চললাম পুরী স্টেশনের দিকে। সিট্ সংরক্ষিত আগেই থেকেই ছিল। নির্দিষ্ট সিটে আমরা উঠে বসলাম। মিতালি আজ শাড়ী পরে ছিল , বরাবরই মিতালীকে শাড়ীতে অসাধারণ লাগে আজও তাই। নীল রঙের শাড়ি সবুজ রং এর ডিপনেক ব্লাউজ। শাড়ির ফাঁক দিয়ে বক্ষবিভাজিকা মাঝে মাজে উঁকি মারছে। ,ডিপনেক হওয়ার দরুন দুধের খাঁজ একটু বেশিই দেখা যাচ্ছে। সেই লাল লাল দাগ বক্ষ বিভাজিকায় ও রয়েছে ,এবং গলার থেকে এইখানে দাগ গুলো বেশি স্পষ্ট। চিন্তা করলাম সমুদ্রের নোনা জল লেগে স্কিন ইনফেশন হতে পারে। আমাদের ট্রেন চলতে শুরু করলো কলকাতার উদ্দ্যশ্যে। আমার কলকাতায় নামলাম বিকেল ৪ টের দিকে। ট্রেন থেকে রুমি কে কোলে করে নামলো মিতালি, আর আমি আমাদের ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে নামলাম কলকাতা। স্টেশন থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে সোজা ফিরলাম বাড়িতে।
() পুরী থেকে ফেরার ১৫ দিন পর()
১৫ দিন হয়ে গেছে আমরা পুরী থেকে ফিরে এসেছি। আমি বা মিতালি কেউ এর মধ্যে আবির কে নিয়ে কোনো কথা হয়নি। হটাৎ করে একদিন মিতালি বললো। .......
মিতালি - দেখছো ! একদম ভুলেই গেছি , আবিরের একটা খবর নেয়া হয়নি ,ছেলেটা এতো কিছু করলো ,আর একটা খবর নেয়া হলো না। তুমি
একবার ফোন করোনা। তোমার কাছে তো ওর নাম্বার আছে ,
আমি -- (ফোন নাম্বার যে মিতালীর কাছে ও আছে সেটা স্বীকার করলোনা ) আচ্ছা ম্যাডাম। আমি দেখছি ,সত্যিই তো একদম ভুল হয়ে গেছে ,আমি করছি ফোন।
পকেট থেকে মোবাইল টা বের করে হোটেল থেকে আবিরের নম্বারে কল দিলাম ( রিং রিং রিং ) কল যেতে লাগলো আবিরের নম্বারে। কল তা রিসিভ হলে অপর প্রান্ত থেকে উত্তর এলো। hallo , কে বলছেন ?
আমি - হ্যালো আমি বিভাস দা বলছি তুমি আবার তো ?
আবির - হ্যা আবির বলছি। কিন্তু কোন বিভাষ বলছেন ,ঠিক চিনলাম না তো ?
আমি - কেন আবির পুরি , আমার মেয়ে রুমি , তুমি বাঁচলে। ..
আবির - oh হো , বিভাস দা , সরি দাদা একদন ভুল হয়ে গেছে দাদা , মানে আপনার নম্বর টা তো আমার সেভ নেই তাই চিনতে পারিনি
আমি - মাত্র ১৫ দিনেই ভুলে গেলে ভাই !
আবীর- দাদা আর লজ্জা দেবেন না। বলছি মিষ্টি মানে মিতালি বৌদি কেমন আছে। ( বলেই বুজলো একটু ভুল হয়ে গেছে আগে রুমির কথা জিজ্ঞাসা করা উচিত ছিল )
আমি - ( মিতালি বৌদি থেকে একেবারে মিষ্টি একটু খটকা নিয়ে বলাম ) হ্যাঁ তোমার বৌদি ভালো আছে , আমরা সবাই ভালো আছি ,
আবির - দাদা আমার সে কেমন আছে ছোট্ট সোনা রুমি ?
আমি - খুব ভালো আছে , তুমি যা বাঁচান বাঁচিয়ে দিয়েছো কি বলবো। বলছি আমি চাঁন করতে যাব তুমি তোমার বৌদির সাথে কথা বলো , (আমি ফোন টা মিতালীকে দিয়ে বার্থরূমের উদ্দেশে গেলাম , এর পর থেকে মিতালি আর আবিরের কথাপোকথন কাল্পনিক। )
মিতালি - ( পূর্বের কোনো ঘটনা কে মনে করে লজ্জা মিশ্রিত গলায় ) হ্যালো !
আবির -উফফ ! কত দিনপর আমার মিষ্টির গলা শুনলাম ,
মিতালি- খুব অসভ্য ! তুমি আমার হোয়াটস্যাপ এ কি সব দিয়েছো , কেউ যদি দেখে নেয় কি হবে বলতো ?
আবির - মিষ্টি ,তোমার শরীর যেমন সেক্সি , তোমার কন্ঠস্বর টাও তেমন। কি করবো বোলো তুমি তো কল করতে বারণ করছো তাই ম্যাসেজ করি।
মিতালি - তাই বলে সব সময় ম্যাসেজ দেবে , আমিতো বলেছি আমি ম্যাসেজ করলে তুমি ম্যাসেজ করবে।
আবির - ওকে ওকে , আমি দেখছি আর ম্যাসেজ নয় আমার ডাইরেক্ট কল হবে , বিভাষ দার কাছ থেকে পারমিশন করিয়ে দিচ্ছি।
মিতালি - আইই ! না ,না ও কি ভাববে !
আবির - তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না , বলছি শোনো না এসো না এক দিন দেখা করি , কত দিন তোমাকে দেখেনি বোলো তো ?
মিতালি - না আবির , যা হয়েছে ঠিক হয়নি ! আমি আবেগের বসে যা করেছি ঠিক হয়নি।
আমির - মিষ্টি , তুমি কোনো ভুল করোনি। উপরওয়ালা যা করেন ভালোর করেন , এমন কথা আর বলবে না সোনা ,কবে আসছো বলো >
মিতালি - জানিনা। আচ্ছা বিভাস আসছে আমি রাখছি ,
আবির - মিষ্টি না রাখবে না আগে বোলো কবে দেখা করবে , না বললে হবে না , বোলো তুমি ?
মিতালি- আচ্ছা ভেবে দেখবো ,এখন রাখো ,আমি ম্যাসেজ দিলে আমার ফোনেঃ কল দিয়ো ,এখন রাখছি। ( কল টা কেটে দিলো মিতালি )
() পুরী থেকে ফেরার ১৫ দিন পর()
১৫ দিন হয়ে গেছে আমরা পুরী থেকে ফিরে এসেছি। আমি বা মিতালি কেউ এর মধ্যে আবির কে নিয়ে কোনো কথা হয়নি। হটাৎ করে একদিন মিতালি বললো। .......
মিতালি - দেখছো ! একদম ভুলেই গেছি , আবিরের একটা খবর নেয়া হয়নি ,ছেলেটা এতো কিছু করলো ,আর একটা খবর নেয়া হলো না। তুমি
একবার ফোন করোনা। তোমার কাছে তো ওর নাম্বার আছে ,
আমি -- (ফোন নাম্বার যে মিতালীর কাছে ও আছে সেটা স্বীকার করলোনা ) আচ্ছা ম্যাডাম। আমি দেখছি ,সত্যিই তো একদম ভুল হয়ে গেছে ,আমি করছি ফোন।
পকেট থেকে মোবাইল টা বের করে হোটেল থেকে আবিরের নম্বারে কল দিলাম ( রিং রিং রিং ) কল যেতে লাগলো আবিরের নম্বারে। কল তা রিসিভ হলে অপর প্রান্ত থেকে উত্তর এলো। hallo , কে বলছেন ?
আমি - হ্যালো আমি বিভাস দা বলছি তুমি আবার তো ?
আবির - হ্যা আবির বলছি। কিন্তু কোন বিভাষ বলছেন ,ঠিক চিনলাম না তো ?
আমি - কেন আবির পুরি , আমার মেয়ে রুমি , তুমি বাঁচলে। ..
আবির - oh হো , বিভাস দা , সরি দাদা একদন ভুল হয়ে গেছে দাদা , মানে আপনার নম্বর টা তো আমার সেভ নেই তাই চিনতে পারিনি
আমি - মাত্র ১৫ দিনেই ভুলে গেলে ভাই !
আবীর- দাদা আর লজ্জা দেবেন না। বলছি মিষ্টি মানে মিতালি বৌদি কেমন আছে। ( বলেই বুজলো একটু ভুল হয়ে গেছে আগে রুমির কথা জিজ্ঞাসা করা উচিত ছিল )
আমি - ( মিতালি বৌদি থেকে একেবারে মিষ্টি একটু খটকা নিয়ে বলাম ) হ্যাঁ তোমার বৌদি ভালো আছে , আমরা সবাই ভালো আছি ,
আবির - দাদা আমার সে কেমন আছে ছোট্ট সোনা রুমি ?
আমি - খুব ভালো আছে , তুমি যা বাঁচান বাঁচিয়ে দিয়েছো কি বলবো। বলছি আমি চাঁন করতে যাব তুমি তোমার বৌদির সাথে কথা বলো , (আমি ফোন টা মিতালীকে দিয়ে বার্থরূমের উদ্দেশে গেলাম , এর পর থেকে মিতালি আর আবিরের কথাপোকথন কাল্পনিক। )
মিতালি - ( পূর্বের কোনো ঘটনা কে মনে করে লজ্জা মিশ্রিত গলায় ) হ্যালো !
আবির -উফফ ! কত দিনপর আমার মিষ্টির গলা শুনলাম ,
মিতালি- খুব অসভ্য ! তুমি আমার হোয়াটস্যাপ এ কি সব দিয়েছো , কেউ যদি দেখে নেয় কি হবে বলতো ?
আবির - মিষ্টি ,তোমার শরীর যেমন সেক্সি , তোমার কন্ঠস্বর টাও তেমন। কি করবো বোলো তুমি তো কল করতে বারণ করছো তাই ম্যাসেজ করি।
মিতালি - তাই বলে সব সময় ম্যাসেজ দেবে , আমিতো বলেছি আমি ম্যাসেজ করলে তুমি ম্যাসেজ করবে।
আবির - ওকে ওকে , আমি দেখছি আর ম্যাসেজ নয় আমার ডাইরেক্ট কল হবে , বিভাষ দার কাছ থেকে পারমিশন করিয়ে দিচ্ছি।
মিতালি - আইই ! না ,না ও কি ভাববে !
আবির - তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না , বলছি শোনো না এসো না এক দিন দেখা করি , কত দিন তোমাকে দেখেনি বোলো তো ?
মিতালি - না আবির , যা হয়েছে ঠিক হয়নি ! আমি আবেগের বসে যা করেছি ঠিক হয়নি।
আমির - মিষ্টি , তুমি কোনো ভুল করোনি। উপরওয়ালা যা করেন ভালোর করেন , এমন কথা আর বলবে না সোনা ,কবে আসছো বলো >
মিতালি - জানিনা। আচ্ছা বিভাস আসছে আমি রাখছি ,
আবির - মিষ্টি না রাখবে না আগে বোলো কবে দেখা করবে , না বললে হবে না , বোলো তুমি ?
মিতালি- আচ্ছা ভেবে দেখবো ,এখন রাখো ,আমি ম্যাসেজ দিলে আমার ফোনেঃ কল দিয়ো ,এখন রাখছি। ( কল টা কেটে দিলো মিতালি )
