16-01-2025, 02:41 PM
বিশ্বাস করুন "মানালির মেয়েবেলা" গল্পটি আমার লেখা নয়। আমার নাম মানালী বলেই যে মানালী নামটার উপর আমার একচ্ছত্র অধিকার রয়েছে এরকম মেনে নেওয়ার কোনো কারণ নেই। এর আগে এক-দু'বার এই গল্পের নাম শুনেছি বটে কিন্তু পড়া হয়ে ওঠেনি। তাই ওই গল্পের মাথা-মুন্ডু কোনো কিছুর সম্পর্কেই আমি অবগত নই।