15-01-2025, 08:32 PM
মানালি, তুমি সবার থেকে মতামত নাও, গঠনমূলক সমালোচনাগুলোকেও গুরুত্ব দিও, কিন্তু সর্বোপরি নিজের মতো লিখে যাও। তোমার লেখার একটা দারুণ দিক হচ্ছে তোমার লেখায় ঘটনাগুলো যুক্তিযুক্ত কারণ বিশেষেই ঘটে থাকে, এর সঙ্গে কাঁটাছেঁড়া করতে যেও না। তাই এমন কোনো কিছু নিয়ে এসো না বা চরিত্রগুলোকে দিয়ে হঠকারী গোছের কিছু করাতে যেও না। চরিত্রগুলোর নিজের নিজের সীমাবদ্ধতার মধ্যে সীমিত রেখে গল্পের কাহিনীকে বাস্তবসম্মত ভাবে এগিয়ে নিয়ে যাও।
খুব সুন্দর লেখা হচ্ছে। শুভেচ্ছা রইলো।