15-01-2025, 08:20 PM
(16-12-2024, 11:41 PM)sirsir Wrote: ভবিষ্যতে রঞ্জা রানীর হনিমুন নিয়ে লেখা ইচ্ছা ছিলো কিন্তু আমার পাঠক সংখ্যা অতো নাই। তাই এইখানে সময় ব্যয় করাটা আপাতত ঠিক মনে করছিনা ??
আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের ধন্যবাদ।
আপনার এই রঞ্জাবতী ত্রয়ীর প্রত্যেকটি গল্পই দারুণ, অসাধারণ। যদি এতে আরো একটি গল্পের সংযোজন হতো তাহলে আরো ভালো লাগতো। কিন্তু আপনারও ভালো লাগা মন্দ লাগা বলে একটা ব্যাপার রয়েছে। এটা সত্যি একজন লেখক/লেখিকা যদি লিখে কোনো উৎসহ-অনুপ্রেরণা না পায় তাহলে কেন লিখতে যাবে, আর আপনার মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। জেনে খুবই খারাপ লাগলো যে হয়তো আর কোনো গল্প এই সিরিজে বা নতুন কোনো লেখা আপনার কাছ থেকে পাবো না। তবু, আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
শুভেচ্ছা রইলো যেখানেই লিখবেন এমনটাই লিখবেন, আরো ভালো লিখবেন। ভালো থাকুন।
শুভেচ্ছা রইলো যেখানেই লিখবেন এমনটাই লিখবেন, আরো ভালো লিখবেন। ভালো থাকুন।