15-01-2025, 08:09 PM
মানালি, তোমার এই গল্পটি তোমার সবচেয়ে সেরা লেখা হওয়ার সম্ভাবনা রাখে। এখন পর্যন্ত তোমার সবচেয়ে ভালো রচনা হতে চলেছে যদি তুমি গল্পটিকে ঠিকঠাক তুলে ধরতে পারো। কারণ গল্পের concept টাই এতো দুর্দান্ত। অনুরোধ রইলো, ছোটো হোক বড়ো হোক যাই হোক, গল্পটিকে সম্পূর্ণ করো। প্রয়োজনে টেনে লম্বা না করে গল্পটিকে কিছুটা ছোটো রাখো, কিন্তু গল্পের মূল বিষয়বস্তুর রসের সঙ্গে কোনো আপোস করো না। গল্পের বুনোটটিকে tight রেখো। অহেতুক লম্বা হওয়ার থেকে, পড়া শেষে "শেষ হইয়াও, হইলো না শেষ" এই অনুভূতিটুকুই মানে রাখে।
আর সঙ্গে "স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা" গল্পটিকে যথাযথভাবে এগিয়ে নিয়ে চলো, ওকে আবার পেছনে ঠেলে দিও না। ওই সুন্দর গল্পটিরও সম্পূর্ণ হওয়ার নায্য দাবী রাখে।
শুভেচ্ছা রইলো। ভালো থেকো।
শুভেচ্ছা রইলো। ভালো থেকো।