Thread Rating:
  • 3 Vote(s) - 4.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica যাদুকর
#7
২.

অলোকদের ফ্লাট যে এলাকায়, সেটার প্রতিষ্ঠাকাল বেশিদিন নয়। সদ্য গঠিত হাউজিং সোসাইটি কয়েক দিন পর পর বেশ উৎসাহের সাথে বিভিন্ন সামাজিক প্রোগ্রামের আয়োজন করে যাতে সোসাইটির অনেকে যুক্ত হতে পারে। এখানে বাচ্চাদের জন্য নির্মিত কিন্ডারেগার্টেনের সংলগ্ন একটি বাস্কেটবল গ্রাউন্ডের মত স্থান আছে, যেটা কমিউনিটি গেদারিং এর জন্য ব্যবহৃত হয়। সেখানেই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাঠ বলতে যেমনটা বোঝায়, অর্থাৎ চারিদিকে খোলা মাঠের মাঝে বিভিন্ন রকমের দোকানের পসরা থাকে, দেশীয় রাইড থাকে, খাবারের দোকান থাকে, এটা তেমন কিছু নয়।

বেশিরভাগ দোকান বলতে আবাসিকেরই বিভিন্ন ফ্লাটের গৃহিনী, কন্যারা ঘরে বানানো খাবার, কারুশিল্প ইত্যাদি নিয়ে বসেছে। ছুটির দিন বলে অনেকের স্বামী কিংবা বাবারাও উপস্থিত আছেন, ছুটোছুটি করা বাচ্চাদের সামলাতে হিমশিম খাচ্ছে তারা, সাথে বউদেরও পাহারা দিচ্ছে। বেশিরভাগ পুরুষই যে এই সুযোগে মেলায় আগত নারীদের চোখে দেখার সুযোগটাও কাজে লাগাচ্ছে, সেটাও সহজে লক্ষণীয়। অন্তত মেলায় আসার কিছুক্ষণের মধ্যেই এই বিষয়টি ধরে ফেলে একাকী মুচকি হেসেছে অলোক।

এই সোসাইটির বাসিন্দারা সবাই মোটামুটি উচ্চ মধ্যবিত্ত চাকরিজীবী অথবা ব্যবসায়ী। সব পরিবারের নারীরাই শিক্ষিত। সাজে পোশাকে কারোর ভিতরেই গোঁড়ামি নেই। তাছাড়া এ ধরণের উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোর ভিতরে এক অদ্ভুত মানসিকতা কাজ করে। এরা গুলশান বনানীর মত পুরোপুরি উচ্চবিত্ত নয়, প্র‍তি সন্ধ্যায় পার্টিতে যাওয়ার মতো আর্থসামজিক সামর্থ্য, সুযোগ ইত্যাদি এদের থাকে না। আবার মধ্যবিত্তের তকমাটাও তারা অত্যন্ত অপছন্দ করে। মধ্যবিত্ত শ্রেণী তাদের কাছে ক্ষ্যাত, সেকেলে মনে হয়। চলনে, বলনে, আচার সংস্কৃতির মাধ্যমে যে কোন সামাজিক অনুষ্ঠানে এদের সর্বাত্মক চেষ্টা থাকে মধ্যবিত্তের ট্যাগ ঝেড়ে ফেলে উচ্চবিত্তের আসরে নিজেদের জায়গা করে নেওয়ার। এই মেলাতেও তেমনটাও লক্ষণীয়, বিশেষত নারীদের ক্ষেত্রে। এখানে জিন্স টপস পরিহিত নারীরা যেমন আছে, আছে দেশি পোশাক পরিহিতরাও। যারা শাড়ি পরে এসেছে তাদের পাতলা আঁচলের নীচে উদগ্র বক্ষের কারুকাজ স্পষ্ট দৃশ্যমান, যারা হি*জা*ব পরেছে, তাদের পশ্চাৎদেশের ঢলুনি বরং ওয়েস্টার্ন পোশাকের নারীদের চেয়ে বেশি দৃষ্টি আকর্ষণকারী। যারা সালোয়ার কামিজ পরেছে, কারোরই ওড়না দিয়ে বুক ঢাকার ব্যস্ততা নেই। সবমিলিয়ে এই মেলার স্টলের চেয়ে বরং রমণীরাই অধিক দর্শনীয় বস্তু। এই ছুটির দিনে ঘরের আরাম ছেড়ে এইখানে আসা পুরুষগুলোর জন্য এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলা যায়। শরীরের আরাম না হলেও, চোখের আরাম হচ্ছে ভালোই।

অলোক এই দিক থেকে অন্যদের তুলনায় একটু ভিন্ন। সে উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছে আর মনে মনে ফেলে আসা অসমাপ্ত লেখার খসড়া ভেবে নিচ্ছে। শান্তির দিকেও দৃষ্টি রাখছে মাঝে সাঝে। অদূরে কুটির শিল্পের এক দোকানের সামনে দাঁড়িয়ে আরো কয়েকজন মহিলার সঙ্গে হেসে হেসে গল্প করছে শান্তি। ওখানে উপস্থিত সব নারীরাই যথেষ্ট সেজেগুজে এসেছেন। তবে অলোকের মনে হলো, শান্তির সৌন্দর্য্য যেন বিলের পানিতে ভাসমান হাজার কচুরিপানার ভীড়ে সদ্য ফোটা এক নীলপদ্ম। অন্য মেয়েদের তুলনায় তেমন কোন উগ্র সাজ নেই শান্তির। ওর পরনে সাদা লেগিংসের সঙ্গে ফুলের নকশা করা নীল রঙের সেলোয়ার কামিজ। বডি ফিট করে টেইলরিং করা বিধায় শরীরের উঁচু নীচু ভাঁজে ভাঁজে মিশে গেছে, সুন্দর করে ওর চওড়া নিতম্বের উপর দিয়ে ঝুলে পড়েছে নীচে। আবার কোমরের কাছে জামার ফাঁড়া দিয়ে সাদা লেগিংসে কামড়ে ধরা সুগঠিত উরু ও ভারী নিতম্বের সুগোল আকৃতিও স্পষ্ট চোখে পড়ছে। যেমনটা কাঁধের এক পাশ দিয়ে ওড়না ঝুলানোর ফলে অন্য পাশের পয়োধরটা চোখে পড়ছে। ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কানে ও গলায় নীল রঙের পাথরের গহনা পরেছে শান্তি৷ তবে চুল বাঁধেনি সে। সেলুন থেকে যত্ন করে কাটা সিল্কি চুল পিঠের উপরে ছড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে কয়েক গোছা চুল ওর অসম্ভব ফর্সা মুখে এসে পড়ছে, হাত দিয়ে সুন্দর করে সেই চুলগুলো সরিয়ে দিচ্ছে কানের পাশে। বিয়ের আগে সেই ইউনিভার্সিটি জীবন থেকে শান্তির এই ব্যাপারটি লক্ষ করেছে অলোক, মেয়েটি নিজের সৌন্দর্য্যের ব্যাপারে অত্যন্ত সচেতন। নিজের সৌন্দর্য্য প্রকাশ করার ক্ষেত্রে কোন জড়তা কাজ করে না তার মাঝে। যদিও শান্তিকে কখনো ওয়েস্টার্ন পোশাক পরতে দেখেনি। কিন্তু দেশি পোশাক পরলেও শান্তির ফ্যাশনে, আচার আচরণে একধরণের সাহসীকতা থাকে। বিয়ের এত বছর পরেও অলোক যার সঙ্গে তাল মিলাতে পারে না। মাঝে মাঝে ওর মনে হয় ও যেন একটা ঘুমন্ত আগ্নেয়গিরিকে পাশে নিয়ে বসে আছে। যে কোন সময়ে আগ্নেয়গিরি ফেটে লাভা উদগীরিত হলে তার করার কিছুই থাকবে না। সে কেবল প্রার্থনাই করতে পারে, যাতে এমন বিপদ তার সামনে না আসে।


শান্তি গল্প করতে করতে ওর দিকে তাকিয়ে মৃদু হেসে হাত নাড়ে, পাতলা ঠোঁটের আড়ালে মুক্তার মত দাঁত চকমক করে। অলোক হাত নেড়ে প্রতিউত্তর জানায়, অর্থাৎ সে যে আশেপাশেই আছে সেটা ইশারায় বুঝিয়ে দেয় বউকে।

মেলার একপ্রান্তে জুসের ঘর দেখতে পায় অলোক, হাউজিং সোসাইটির সদস্যদের জন্য ফ্রি ফলের জুস ও কফির জন্য কয়েকটা ডিসপেন্সার বসানো হয়েছে সেখানে। এখানে সেল্ফ সার্ভিং সিস্টেম। ইতোমধ্যেই বেশ কজন ছেলে বুড়ো হাতে কাগজের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে সিগারেট ফুঁকছে, নিজেদের ভিতরে উঁচু গলায় কথা বলছে। এদিকটা পুরুষদের দখলে বলে শিশু ও মহিলারা কেউ সহসা এদিকটায় দাঁড়াচ্ছে না, কয়েকজন নিজেরা কাপ ভর্তি করে নিয়ে দ্রুত সরে পড়ছে, বেশিরভাগ পুরুষ সঙ্গীকে খাটিয়ে নিচ্ছে।

অলোকেরও সিগারেটের নেশা পেয়ে গেল, এক হাতে কফির কাপ ও অন্য হাতে সিগারেট  নিয়ে দাঁড়িয়ে গেল এক কর্ণারে, গোল গোল আড্ডার সার্কেলগুলো থেকে একটু পেছনে। কফিতে চুমুক দিতে দিতে নিজের চিন্তায় ডুবে যাওয়ার চেষ্টা করলো, তখনই ওর কানে গেল কিছু টুকরা কথা। নিকটেই কয়েক জন অল্প বয়সী ছেলেরা আড্ডা দিচ্ছিল। নীচু গলাতেই কথা বলছিল ওরা, তবে সাধারণত এ বয়সে যা হয়, কারণে অকারণে একেকজন হেসে ওঠে, একে অপরের কথা রিপিট করে। ফলে সব কথা নীচু গলায় থাকে না। না চাইতেও ছড়িয়ে পড়ে আশেপাশে।

১ম জন: "...এই খানে বাসা ভাড়া নিয়ে বিরাট লাভ হইছে তো মামা... সব তো দেখি মাল দিয়ে ভর্তি...''
২য় জন: "... তুমি তো এ কারণেই এখানে ফ্লাট নিয়েছো।"
১ম৷ জন: "... এইটা ঠিক। প্রথমদিন ঘুরেই বুঝে ফেলেছিলাম যে এটা একটা সোনার খনি। এখানে অবারিত সুযোগ আছে। কেবল কাজে লাগাতে জানলেই হয়। হে হে হে ...'' (সমস্বরে হাসি)
৩য় জন: "... যা করবে বুঝে শুনে করো। আর আমাদেরকেও সঙ্গে রেখো। By the way, কতক্ষণ আর এখানে খালিমুখে দাঁড়িয়ে থাকবি! উইকএন্ডে যদি একটু মোজ মাস্তি না হয় তাহলে সারা সপ্তাহ চলবো কীভাবে! পথ দেখাও গুরুজী..."
২য় জন: ''আরে সেটাই তো। রাকিব তোমার ভেল্কি দেখার জন্য বসে আছি।"
১ম জন (রাকিব): "You know me guys. আমি যাকে তাকে ধরি না। সহজ শিকার ধরার ভেতরে কোন আনন্দ নেই। And you know I have certain types as well. হে হে হে... তবে তোমাদের জন্য খুশির খবর হলো I have probably found the right one at last."
''কে কে? কোনটা?" (বাকী দুজন সমস্বরে)
রাকিব: ঐ যে, 2 O' Clock। Blue necklace and earrings. Cute face with Busty melons and bubble ass.

৩য় জন: "কোনটা রে! ঐটা? ওরে শালা... তোর আসলেই জহুরির চোখ। এই ভীড়ের ভিতরে এতদূর থেকে সোনা খুঁজে পেয়েছিস। আরেব্বাস..."
২য় জন: "মালটাকে তো চেনা চেনা লাগে। মানে আগে দেখেছি আরকি। আমাদের পাশের বিল্ডিং-য়েই থাকে। দেখস নাই? জব করে সম্ভবত। সকালে অফিসে যাওয়ার সময়ে কয়েকবার গাড়িতে যেতে দেখেছি। খাসা জিনিস।"
৩য় জন: "* মনে হচ্ছে। হাতে শাখা পলা আছে মনে হচ্ছে।"
রাকিব: "আমার সাথে থাকতে থাকতে তোমাদেরও অবজারভেশন  ক্ষমতা বেড়েছে। My type of women she is. বাচ্চারা তোমরা থাকো তবে। আমি কাজে নেমে পড়ি।" (বিটকেল হাসি)
২য় জন: "দেখ, আমাদের ভুলে যেও না।"
৩য় জন: "ধীরে বৎস, ধীরে। আগে আমি ফলটাকে টোকা দিয়ে দেখে আসি, ফল পাকলে তোমরাও ভাগ পাবে। তোমাদের কিছু না দিয়ে আজ পর্যন্ত কিছু খেয়েছি?" (আরেক দফা সমস্বরে হাসির রোল পড়ে গেল।)

না চাইতেও এসব আলাপ অলোককে শুনতে হলো। এরা সবাই ওর চেয়ে বয়সে ছোট হবে। এমন বয়সে সেও এসব আড্ডা দিয়েছে। তাই বেশি মাথা ঘামালো না। হাতের সিগারেটটা শেষ করে ছুঁড়ে ফেলে আরেক কাপ কফি হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। শান্তি এখনো আড্ডা দিচ্ছে। চলে যাওয়ার তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। এখানে অলোকের পরিচিত কেউ নেই। শান্তির মত রাতারাতি কারো সাথে পরিচিত হয়ে গল্প জুড়ে দেওয়ার মত ইচ্ছেও নেই ওর।

অগত্যা সময় কাটানোর জন্য মেলার অন্য পাশটা টহল দিতে শুরু করলো। চুপচাপ হাঁটতে হাঁটতে স্টলগুলো দেখতে থাকলো। এদিকেও সেই একই শুকনো খাবার, পিঠা, ঝালমুড়ির দোকান, বাচ্চাদের কিছু খেলনার দোকান। এর মধ্যে একটা ব্যতিক্রমি স্টল চোখে পড়লো অলোকের। মাথার উপরে সাইনবোর্ডে লেখা "মায়ারাজ্যের রাজা, কামরুখ কামাখ্যা জয় করে আসা তন্ত্রসাধক, মহান জাদু সম্রাট ফড়িং শাহ-এর Show-এ স্বাগতম।'' লাল নীল হরেক রকমের বাতি জ্বলছে নিভছে, হলিউডের কোন হরর সিনেমার মিউজিক বাজিয়ে ও ফগ মেশিন দিয়ে কৃত্রিম ধোঁয়ার কুন্ডলী সৃষ্টি করে রহস্য তৈরীর চেষ্টা করা হয়েছে।

এ ধরণের সাইনবোর্ড লাগিয়ে বাংলাদেশের রাস্তাঘাটে প্রচুর স্ট্রিট ম্যাজিশিয়ান ঘুরে বেড়ায়। দুই একজন মনের আনন্দে কাজ করলেও, অধিকাংশরাই যাদু সম্রাট, তন্ত্রমন্ত্রসাধক, ভাগ্য দর্শন ইত্যাদি কথা বলে লোক ঠকিয়ে অর্থ উপার্জন করে। এই ফড়িং শাহ তেমন কেউ কী না কে জানে। পত্রিকার সম্পাদক হিসেবে একটু স্বাভাবিক কৌতূহল কাজ করলো অলোকের মনে। কোন ফ্রডকে ধরে যদি একটা ইন্টারেস্টিং গল্প পাওয়া যায় তবে সাপ্তাহিক সংখ্যায় একটা লেখা প্রকাশ করা যাবে। কিছুটা দুরত্ব বজায় রেখে জাদু সম্রাটের স্টলের পাশে দাঁড়ালো সে। ভেতরে ছোট্ট কাঠের স্টেজের উপরে ফড়িং শাহ-কে দেখা গেল। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। প্রথম দর্শনেই লোকটাকে আস্ত ধড়িবাজ মনে হলো অলোকের কাছে। একেবারে শুকনো, ঢ্যাঙঢ্যাঙে লম্বা লোকটার পরনে গুলিস্তানের সস্তা কাপড়ের বেঢপ সাইজের কালো কোট, কালো প্যান্ট, ময়লা সাদা শার্ট। মাথায় আবার ইউরোপের উইচদের নকল করে চোখা কালো হ্যাট পরেছে। লোকটার চেহারাটাও কুদর্শন। অস্বাভাবিক লম্বা নাক, চোখ দুটো কোটরের ভিতরে ঢুকে রয়েছে। মাথার একেবারে  ফিনফিনে চুলগুলো কানের উপরে, ঘাড়ের পিছনে ঝুলে আছে। মুখে মাংশ বলতে কিছু নেই, একদম মিশরের মমির মত। লোকটা ব্যাঙের মত লাফিয়ে বেড়াচ্ছে স্টেজে। ওর কাছে সব বাচ্চারা ভিড় করেছে। সম্ভবত বাচ্চার বাপেরা এইখানে বাচ্চাদের ছেড়ে দিয়ে নিজেদের মর্জিমত সময় কাটাচ্ছে। কয়েক মিনিট ফড়িং শাহ-এর কাণ্ডকারখানা দেখে অলোকের মেজাজ চড়তে লাগল। মেজাজ চড়ার সুনির্দিষ্ট কারণ আছে। আশেপাশে ও ছাড়া কোন বয়স্ক মানুষ নেই। এখানকার সব বাচ্চাদের গড় বয়স ৮-১০ বছর, বেশিরভাগই মেয়ে বাচ্চা। অলোকের চোখে এমন কিছু ধরা পড়েছে যেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে কফির কাপ ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে স্টেজে উঠে গেল।

(চলবে)
[+] 7 users Like শূন্যপুরাণ's post
Like Reply


Messages In This Thread
RE: যাদুকর - by nusrattashnim - 07-01-2025, 06:18 PM
RE: যাদুকর - by Jibon Ahmed - 07-01-2025, 11:50 PM
RE: যাদুকর - by Anita Dey - 08-01-2025, 12:08 AM
RE: যাদুকর - by Maleficio - 08-01-2025, 12:08 AM
RE: যাদুকর - by শূন্যপুরাণ - Yesterday, 08:35 PM
RE: যাদুকর - by ray.rowdy - 11 hours ago
RE: যাদুকর - by Dipto78 - 10 hours ago



Users browsing this thread: gasps, 4 Guest(s)