07-01-2025, 06:06 PM
গল্পটা ভাই ভালোভাবেই এগুচ্ছে। কোনো ইতরের কথায় আপনি রাগ কইরেন না। নিজেরা কিছুই পারবে না শুধু শুধু টোন মারবে। ওদের কাছে চটি হলো ধর তক্তা মার পেরেক। সাহিত্যের কিছু এরা বোঝবে না ভাই। আর আমার ক্ষুদ্র একটা সাজেশন ছিলো ভাই, শাওন যেমন শিউলি আর খলিল চৌধুরীর রতিক্রিয়া দেখছে তেমনি সুমনকেও কোনোভাবে যদি দেখাতেন খলিল চৌধুরী এবং শিউলির ডার্ক টক সহ তাহলে আরেকটু উত্তেজনাকর হইতো। আর সবশেষে ভাই চার পাঁচ বার চেষ্টা করেও এই পর্বে লাইক রেপু দিতে পারলাম না। এক বারও হয় না। ফোরামের এডমিনের সাথে এটা নিয়ে কথা বইলেন।