06-01-2025, 09:44 AM
লেখক হেনরীর এই গল্প উনার অন্য গল্প থেকে অনেক আলাদা। বাংলা ইরোটিক সাহিত্যে এমন মিউচুয়াল সেপারেশন এর নজির বোধহয় নেই। আর নামের সাথে গল্পের স্বার্থকতাও মনে হয় এই উপন্যাসেই সবচেয়ে বেশি ফুটে উঠেছে। উনার অন্য গল্পে ভাঙন থাকলেও ভাঙনের পরে কি তা তেমন ভাবে থাকে না। আর এইবার শুরুতেই ভাঙন, এভাবেই নিজের কমফোর্ট জোনে থেকেও লেখায় বিচিত্রিতা আনতে পারাতেই বুঝা যায় উনি কত বড় মাপের লেখক।
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।