04-01-2025, 01:38 AM
(02-01-2025, 03:35 PM)kumdev Wrote: দ্বিচত্বারিংশতি পরিচ্ছেদবড় প্রাণকাড়া লেখা।
মনে পড়ল মা আমাকে জড়িয়ে ধরিয়েছিল আমিও মাকে জড়িয়ে ধরেছিলাম প্রাণপণ।তবু একদিন মা চলে গেল,ধরে রাখতে পারিনি।
মাধ্যমিকের পর আমি বাবার কলেজে ভর্তি হলাম। বাবা অর্কপ্রভ সোম ইংরেজী শিক্ষক।গম্ভীর প্রকৃতি মনে পড়েনা কখনো হাসতে দেখেছি।কলেজটা ছেলেদের কিন্তু এগারো-বারো ক্লাস কো-এজুকেশন।মেয়েদের ক্যারিশ্মা দেখাবার একটা প্রবণতা থাকা স্বাভাবিক।সন্তু একটু হিরো টাইপ।কয়েকটা ছেলে নিয়ে একটা দল পাকিয়ে ফেলেছে।একদিন সন্তুর সঙ্গে ঝামেলা হয়ে গেল।বাসায় ফিরে মায়ের সঙ্গে গল্প করছি।বাবা বাড়ী ফিরতেই ডাক পড়ল।