03-01-2025, 02:53 PM
|| কিস অ্যান্ড টেল ||
সানার সাথে আমার পরিচয় হয় অস্ট্রেলিয়ায়। ছয়মাসের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয় একটা ট্রেনিঙের জন্য। মূলত একটু হায়ার পোস্টের যারা তাদের জন্য ট্রেনিং। আমাদের শাখার সিনিয়র স্যারের যাওয়ার কথা থাকলেও একটা বিশেষ কারণে তার যাওয়া বাতিল হয়, উনি আমাদের শাখার কোটাটা অন্য কাউকে দিতে চাইছিলেন না। তাই আমাকেই পাঠালেন। কয়েকটা ধাপ নিচে থেকে একজনকে পাঠানোতে পরবর্তীতে ব্যাকল্যাশ খেতে হবে ইমিডিয়েট সিনিয়রদের কাছে। তবুও অস্ট্রেলিয়ায় ছয়মাস আর ভাল অংকের একটা টাকাও পাওয়া যাবে ভেবে আমি রাজি হয়ে যাই।
অস্ট্রেলিয়াতে পৌছানোর পর যেখানে আমাদের থাকার কথা ছিল, ট্রেনিং সেন্টারের লাগোয়া হোটেল, সেখানে কি একটা সমস্যার কারণে আমার আর কাউন্টারফিটিং ডিপার্টমেন্টের আদনান স্যারের জায়গা হয় ট্রেনিং সেন্টার থেকে প্রায় পাঁচ মাইল দূরে একটা এয়ার বিএনবি গেস্ট হাউজে। আমি খুশিই হলাম। এখানে অন্তত সিনিয়রদের ফুট মরমাশ খাটতে হবে না।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস করে হাপিয়ে উঠলাম। অ্যালাউন্স পাই প্রতিদিন, সেটা সপ্তাহের শুরুতেই দিয়ে দেওয়া হয়, কিন্তু খরচ করার জায়গা পাই না৷ উইকেন্ডে ছুটি পেয়ে ভাবলাম ঘুরতে যাব। আদনান স্যার সিনিয়রদের সাথেই গেলেন। উনারা কি মনে করে যেন আমাকে সাথে নিলেন না।
যাই হোক। আমি একাই বের হলাম। ঘুরতে ঘুরতে একটু ফাকা ধরণের একটা জায়গায় পাব দেখে ঢুকে পড়লাম৷ রাতের খাবার আর বিয়ার ব্যস।
বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে অনেক জায়গা। বিলিয়ার্ড আর স্নুকারের টেবিলে বাজি খেলা হচ্ছে। এক দিকে কয়েকটা বেঞ্চ পাতা সেখানে তাস খেলছে দাড়িওয়ালা বিশালদেহী অস্ট্রেলিয়ানরা।
আমি সোজা বারে চলে গেলাম। বার্গার, ফ্রাইজ আর বিয়ার অর্ডার দিলাম। তারপর খাবারের অপেক্ষা করতে করতে কল দিলাম বাসায়।
বাংলাতেই কথা বলছিলাম।
ফোন রাখতেই বারের আরেক মাথায় বসা একটা মেয়ে বাংলায় বলে উঠল, “বাঙালি?”
“হ্যা, বাংলাদেশি। আপনি?”
“আমিও।”
মেয়েটাকে ভাল করে দেখলাম। বেশ মিষ্টি চেহারা। ঘাড় পর্যন্ত কাটা চুল। ফর্সার দিকে গায়ের রঙ। থুতনিতে একটা কাটা দাগ। নাকের মাঝখানে একটা ছোট্ট রিং বা নথ। বেশ লম্বা আর শক্তপোক্ত গড়ন মেয়েটির। নির্মেদ শরীর, জিম করে বা অ্যাথলেট হবে। এমন ফিগার বাংলাদেশী মেয়েদের মধ্যে খুব কমন না। কালো রঙের মিডি টাইপের একটা ড্রেস পড়েছিল। বুকের অনেক নিচ পর্যন্ত কাটা। সুন্দর বর্তুলাকার স্তনের অনেকটাই উন্মুক্ত৷ টুল টেনে আমার পাশে বারে বসল।
ভদ্রতা বলতেও একটা কথা আছে। আমি ড্রিংক অফার করলাম। একটা লং আইল্যান্ড আইস টি নিল সে, আমি নিলাম একটা বিয়ার। খাবার তখনও আসেনি। কথায় কথায় জানতে পারলাম, ওর নাম সানা। ঢাকায় বাড়ি। অস্ট্রেলিয়ায় একটা ইউনিভার্সিটিতে এক্সচেঞ্জ স্টুডেন্ট। এক বছর ধরে আছে এখানে।
আমি বললাম, “আমি জামশেদ,” পেশাগত কারণে নিজের ব্যাপারে বেশি কিছু বলার অনুমতি নেই আমার। রাখঢাক করে সত্য মিথ্যা মিশিয়ে খানিকটা বললাম। তারপর কথা ঘোরালাম। ক্রিকেট নিয়ে আলাপ হল কিছুক্ষণ। আমি থাই বক্সিং জানি জেনে বেশ আগ্রহ দেখাল। কথা বলতে বলতে আমার খাবার চলে এল। ওকেও অফার করলাম, কিন্তু সে মানা করে দিল। অলরেডি নাকি তার খাওয়া হয়ে গেছে। বাইরের খাবার তার পছন্দ না, নিতান্ত দায়ে না পড়লে খায় না। আমাকে খেতে দিয়ে উঠে চলে গেল বিলিয়ার্ডের টেবিলটার দিকে।
খাওয়া প্রায় শেষের পথে এমন সময় পেছনে পটকা ফাটার মত জোরাল ফটাশ করে একটা শব্দ সাথে ওর তীক্ষ্ণ কণ্ঠ শুনে ঘুরে তাকালাম। সম্ভবত কোন একটা ঝামেলা হয়েছে। উত্তপ্ত বাক বিতন্ডা শুনে যেটুকু বুঝলাম, কেউ একজন ওর সাথে বাজে আচরণ করতেই সানা তার গালে বিরাশি সিক্কাটা হাকিয়েছে৷ উঠে এগিয়ে যেতে যেতেই বারের বাউন্সার এসে লোকটাকে ঠেলে বের করে দিল। লোকটাকে আধো অন্ধকারে একনজর দেখলাম। বিশালদেহী শ্বেতাঙ্গ। মুখে দাড়ি। গায়ে হাতা কাটা জিন্সের বাইকার জ্যাকেট দুই বিশাল হাতে বোঝাই করে ট্যাটু আকা। এই ধরণের সাইজের লোকের গালে পাঁচ আঙুলের ছাপ বসাতে যথেষ্ট সাহস লাগে৷
এগিয়ে গেলাম সানার কাছে, “ঠিক আছো?”
“হ্যা। আমি ঠিক আছি।” অন্য দিকে তাকিয়ে বলল সে৷
“বাড়ি ফিরবে না? চলো তোমাকে এগিয়ে দেই।”
আমার মুখের দিকে একবার তাকিয়েই রাজি হয়ে গেল সে৷ তারপর বলল, আরেকটা ড্রিংক নেবে৷
আমরা আবার বারে ফিরে গেলাম। ও একটা বিয়ার নিল আর আমি দ্রুত খাওয়া শেষ করলাম। ও আমাকে বলল একটু বসতে। বাথরুমে যাবে।
ও যাবার একটু পরই আমি টের পেলাম একবার আমারও ঘুরে আসা উচিত।
বারের পেছনে বাথরুম। পাশাপাশি দুটো দরজা পুরুষ আর মহিলাদের জন্য আলাদা কতা।
পস্রাব সেরে হাত ধুতে যাব এমন সময় পাশে মহিলাদের বাথরুম থেকে অস্পষ্ট আর্তনাদ কানে এল আমার। বের হতেই দেখি মেয়েদের দরজার সামনে দুই বিশালকায় শ্বেতাঙ্গ দাঁড়িয়ে আছে। একজনের মুখে চাপদাড়ি আর মাথায় সত্তরের দশকের মত কোকড়া লম্বা চুল। অন্যজনের চুল কামানো, মুখে দাঁড়ি আছে। গায়ে জ্যাকেট হাতে ট্যাটু। চকিতে আমার মনে হল ওদের একজনকেই সানা চড় মেরেছিল একটু আগে অভদ্রতার জন্য। ভেতর থেকে আরেকটা অস্ফুট চিৎকার শুরু হয়েই আবার থেমে গেল। যেন কেউ মুখে হাত চাপা দিয়ে থামিয়ে দিল। আমি প্রমাদ গুণলাম।
বাইরের দেশে আমার সামনে দেশের একটা মেয়ের অসম্মান হতে দেওয়া যায় না৷ আমি এগিয়ে গেলাম।
“হ্যালো মেইট। ছেলেদের বাথরুম পাশে।” বললাম ওই দুজনের উদ্দেশ্যে
“থোবড়া ঠিক রাখতে চাইলে নিজের চরকায় তেল দে।” টেকো লোকটা বলল৷
“আমার বান্ধবী ভেতরে আছে।”
“না ভেতরে কেউ নেই। যদি থাকে সময় হলে নিজেই বেরিয়ে আসবে।” কোকড়া চুল বলল।
আমাকে ভেতরে যেতেই হবে। মনে মনে স্থির করে ফেললাম। দুজনের মাঝখান দিয়ে ভেতরে ঢুকতে যাব টেকো লোকটা তখনই আমার বুকে একটা ধাক্কা দিল। সামান্য ধাক্কাই। কিন্তু আমি প্রায় ছিটকে দেয়ালের গায়ে আছড়ে পড়লাম।
“এসব না করলে হয় না।” বুক ডলতে ডলতে উঠে দাড়ালাম।
কোকড়া চুল পকেট থেকে একটা ছুরি বের করে হিসিয়ে উঠল। “ভাগ এখান থেকে।”
আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আজ কপালে এই শনি আছে কে জানত!
আমি এগোতেই সে আমার পেটের দিকে ছুরির ঘা দিল। আমি একপাশে সরে গিয়ে একটা লাথি মারলাম টেকোর কুচকিতে। লোকটা কোৎ করে চোখ উলটে দুই হাতে কুচকি ধরে হাটু ভেঙে পড়ে গেল। কোকড়া চুল আবার ছুরি মারল আমার দিকে। আমি পাশ কেটে সামনে বাড়লাম। ওর কনুইটা এক বাহু দিয়ে আটকে আরেক হাত বাড়িয়ে ওর ঘাড়টা আংটার মত করে ধরলাম। লাথি মারলাম তার এক হাটুর বাটিতে। ব্যাথায় হাটু ভেঙে সামান্য নিচু হতেই বুকে দুম করে হাটু দিয়ে ঘা মারলাম সমস্ত শক্তিতে। তারপর আবার।
দুই তিনটা মারতেই সে পড়ে গেল। হাত থেকে ছুরিটা তো পড়েছেই৷ প্রথমে এক লাথিতে ওটা নাগালের বাইরে সরিয়ে দিলাম। টেকো তখনও সামলে নিতে পারেনি। ওর চোয়ালে একটা লাথি মারলাম। তারপর কোকড়াচুলোর চুল ধরে মাথাটা ঠুকে দিলাম দেয়ালে।
ভেতর থেকে রাগত কণ্ঠ শোনা গেল। বাইরে কি হচ্ছে তা জানতে চাইছে।
দরজায় এক লাথি মেরে ভেতরে ঢুকলাম।
দৃশ্য ভয়াবহ। অন্তত যা ভেবেছিলাম তা তো নয়ই বরং আরও ভয়ংকর। সেই থাপপড় খাওয়া লোকটা সানাকে মাটিতে ফেলে দুই পা তার দুই পাশে দিয়ে বসেছে। এক হাতে মুখ চেপে ধরা আরেক হাতে একটা ছুরি নামিয়ে আনার চেষ্টা করছে ওর ওপর। সানা সেই হাতটা দুই হাতে চেপে ধরে আছে।
দরজা খুলে যাওয়ায় লোকটা তাকাল ঘুরে আমার দিকে। বাম দিকে তাকাতেই একটা ছোট টুল দেখতে পেলাম।
আর দেরি করলাম না। এক হাতে সেটা তুলে নিয়ে ছুটে গিয়ে আছড়ে ফেললাম লোকটার মুখে।
আর দেখতে হল না। টিউব রডের টুল তুবড়ে গেল। লোকটা জ্ঞান হারিয়ে এক পাশে কাত হয়ে পড়ে গেল। আমি ছুরিটা লাথি মেরে দূরে সরিয়ে সানাকে টেনে তুললাম। ওর জামাটা ছিড়ে গেছে ধ্বস্তাধস্তির মধ্যে। কপালে খানিকটা কালো হয়ে গেছে৷ আমি আমার জ্যাকেটটা ওকে পড়িয়ে বের করে আনলাম। বাইরে আহত দুই বাইকারকে দেখে ও অবিশ্বাসের চোখে তাকাল আমার দিকে।
বাইরে গিয়ে সবার আগে বারটেন্ডারকে বললাম ঘটনা।
সে ছুটে গেল।
পুলিশ আসলে যা ঘটনা জানতে পারলাম যা তা হল, ওরা স্থানীয় গুন্ডাদলের লোক। প্রায়ই এমন ঝামেলা করে। রাস্তায় ছিনতাই ডাকাতিও করে।
পুলিশ আমাদের জবানবন্দী নিয়ে সানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিল।
আমি সানাকে আমার বাইকে করে নিয়ে গেলাম ওদের হোস্টেলে।
বিদায় নেবার সময় ও আমাকে জ্যাকেট খুলে দিতে চাইলেও আমি বললাম, “রেখে দাও। এর ছুতোয় যদি আবার দেখা হয়।”
ও আমাকে বলল, “ভেতরে চল। তোমাকে ধন্যবাদ জানানো হয়নি আমার।”
যাব কি যাবনা ভাবতে ভাবতে ও আমার হাত ধরে টান দিল। বাইক পার্ক করে আমরা ভেতরে চলে গেলাম। বাংলাদেশের ভার্সিটির হলের মতই অবস্থা। অবশ্য মেয়েদের হলের ভেতরে কেমন, কখনো দেখি নাই। শুধু হলের সামনে ঘোরাঘুরি করেছি।
সানার রুম তিনতলায়। দরজা খুলে আমাকে ভেতরে ঢোকাল সে। ভেতরে ঢুকেই আমি তার কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিলাম। নিজের ঠোট নামিয়ে আনলাম মেয়েটার গোলাপের পাপড়ির মত নরম ঠোটে। সানা আমার শার্টটা খুলে দিল। শার্টের ভেতরে কিছু পড়িনি। আমার খোলা বুকে ওর লম্বা লম্বা আঙুলগুলো ঘুরে বেড়াচ্ছে টের পেলাম। দুজনের ঠোট তখনও সিক্ততা খুজে ফিরছে পরস্পরের মাঝে। আমি ওর কাধ থেকে জ্যাকেটটা ফেলে দিলাম। নিজের শার্টটা তো আগেই মেঝেতে পড়ে গেছে। আমি ওর ঠোট ছেড়ে টপটা খুলতে যাব এমন সময় বলল, “দাঁড়াও, আসছি।”
বলেই আমাকে ভেতরে রেখে বাইরে চলে গেল সে। আমি এতক্ষণে ঘরের সাজসজ্জা দেখার সুযোগ পেলাম। ছোট্ট একটা রুম। দুই দেয়ালে ঠেস দেওয়া দুটো টেবিল তার ওপর ল্যাপটপ, বইপত্র, টেবিল ল্যাম্প। দুটো চেয়ার। একপাশে বাথরুমের দরজা। মেঝেতে এক কোণায় একটা ইন্ডাকশন স্টোভ। দোতলা বেড। একটা কাঠের আলমারির মত আছে।
ময়লা কাপড় অন্তর্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানায়, টেবিলে, মেঝেতে। একটা বেশ বড় জানালা আছে, তাতে পর্দা। এই ফালি ফালি জুড়ে বানানো পর্দাকে কি বলে আমি সঠিক জানি না। আমি এগিয়ে গিয়ে একবার বাইরে উকি দিলাম। সামনের বাগান চোখে পড়ল। দূরে আরেকটা বিল্ডিং ওটাও ডরমিটরি। ছেলেদের হয়ত, ওদিক থেকে উচু ভল্যুমে মিউজিক ভেসে আসছে৷
সানা দরজা খুলে ঢুকল আবার। বিছানার ওপর ছুড়ে ফেলল কিছু একটা। আমি তাকাতেই দেখি একটা কনডমের প্যাকেট। আমি ওকে কাছে টেনে নিলাম। চুলে আঙুল চালিয়ে চুমু খেলাম আমার। দুজনের দুই জোড়া অধর ওষ্ঠ খুজে নিল পরস্পরকে। মিলিত হল দুজনের জিভ। ওর টপটা খুলে নিলাম। বর্তুলের মত বড় বড় পূর্ণ আকৃতির একজোড়া স্তনকে কালো একটা ব্রা চেপে ধরে রেখেছে৷ আমার শরীরের রক্ত চলাচল তীব্র হয়ে উঠেছে টের পেলাম।
প্যান্টের ভেতর আমার পুরুষত্ব জেগে উঠে জানান দেবার চেষ্টা করছে নিজের অস্তিত্ব। আমার ঠোট ছেড়ে গলায়, বুকে পেটে চুমু খেতে খেতে নিচে নামল সানা। এক টানে বেল্ট খুলে জিন্সের বোতাম আর চেন নামিয়ে দিল। অন্তর্বাসের খাচা থেকে উত্থিত পুরুষাঙ্গটা উন্মুক্ত করে চেপে ধরল এক হাতে। আমি ঝাড়া দিয়ে প্যান্ট অন্তর্বাস খুলে পুরো নগ্ন হয়ে গেলাম। পুরুষাঙ্গের দৈর্ঘ্য মুখে চুমু খেল সানার নরম ঠোট। মুখে পুরে নিল মাথাটা। আমি শিউরে উঠলাম। ধীরে ধীরে প্রায় অর্ধেক সে ঢুকিয়ে নিল নিজের মুখে। আমি ধীরে ধীরে ওর মুখের ভেতর পুরুষাঙ্গের সঞ্চালন শুরু করলাম।
হঠাৎ গলায় ঠেকে যাওয়ায় মুখ থেকে বের করে দিল সে। তারপর ওর লালায় ভিজে থাকা আমার পুরুষাঙ্গ হাতের মুঠোয় নিয়ে হাত ওঠানামা করাতে শুরু করল৷ চুমু খেল ওর চারপাশে।
“ইউ হ্যাভ এ বিউটিফুল ডিক,” বিড়বিড় করে বলল সে চুমু খাওয়ার ফাকে৷
আমি ক্রমেই অধৈর্য হয়ে উঠলাম। দুহাতে টেনে দাঁড় করালাম ওকে। মিডি টপটা কাধের পেছনে গিট দিয়ে বাধা। গিটটা খুলতেই ঝপ করে ওর স্তন আটকে রাখা অংশটা নিচে নেমে গেল আর মুক্তির স্বাদ পেয়ে লাফিয়ে বেরিয়ে এল ওর স্তনযুগল৷ গোলগোল তুলতুলে বর্তুলাকার স্তন। বিশাল না হলেও হাতের মুঠোয় আটবে না৷ পারফেক্ট শেপ। বৃন্ত জোড়ার ওপর টেপ পড়া যাতে জামার ওপর থেকে বোঝা না যায়।
ওগুলো সে নিজেই টেনে খুলল। বাদামী বোটা দুটো মাঝারি এরিওলার ওপর মাথা তুলে আছে। ওকে আবার জড়িয়ে ধরে চুমু খেলাম। ঠোটে, চোয়ালে গালে, গলায়, কণ্ঠা হয়ে বুকে। দুই স্তনের উপত্যকায় চুমু খেতে খেতে দুই হাতে চেপে ধরলাম ওর বুক জোড়া।
ওর ফোসফোস নিঃশ্বাস শুনতে পাচ্ছি। হাত দিয়ে আমার চুলে পিঠে আদর করে দিচ্ছে।
ওকে জড়িয়ে ধরে নিচের বাংকে চলে গেলাম। একটা স্তন মুখে নিয়ে চুষতে চুষতে পীড়ন করতে শুরু করলাম অন্যটা।
“ওহ ইউ আর অ্যামেজিং” বিড়বিড় করে বলতে বলতে আমার আলিঙ্গনের মধ্যেই বাকা হয়ে বুক জোড়া আমার দিকে আরও ঠেলে দিল। স্তনগুলো পাল্টাপাল্টি করে আরও কয়েকবার চুষলাম টিপলাম। এরপর উঠে খুলে দিলাম ওর জিন্সের প্যান্টটা৷ নিচে একটা প্যান্টি আছে। ক্যালভিন ক্লাইনের। টপটা একদম খুলে নিলাম ওর মাথার ওপর দিয়ে। গভীর নাভীর এক ইঞ্চি ডানে একটা তিল। চুমু খেলাম ওর খোলা পেটে। জিভ ঢুকিয়ে দিলাম নাভিতে। ছটফট করে উঠল ও। ওর উরুগুলো সুন্দর। ভরাট, পেশল। আমার মেয়েদের পা একটু মোটা না হলে ভাল লাগে না।
ওর উরু গুলোতে চুমু খেলাম। প্রতিটা চুমুতে ও ছটফটিয়ে উঠছে। খামচে ধরছে চাদর। তীব্র কামনা নিয়ে তাকিয়ে আছে আমার দিকে।
প্যান্টিটা সরিয়ে ওর যোনির চেরায় চুমু খেলাম একবার। পিচ্ছিল রসে ভিজে আছে পুরোটা। আশটে ঘ্রাণ। ওর যোনির চেরার ঠিক ওপরে ছোট আঙুলের মাথার মত ক্লিটোরিসটা চুষে দিলাম। সানা ছটফটিয়ে উঠল কাটা মুরগির মত। জিভ দিয়ে ওপর থেকে নিচে এক টান দিয়ে আবার নিচ থেকে ওপর দিয়ে যেতেই, ও মাই গড বলে একপাশে কাত হয়ে গেল সে। ওর যোনির চেরা গলে লেবিয়ার খানিকটা বের হয়ে আছে৷ ঠোটে চুমু খাওয়ার মত বদলে বদলে চুষতে শুরু করলাম ওগুলো।
ওর নিতম্বটা খুব সুন্দর। একে বাবল বাট বলে। মাংশ ও চর্বির দুটো বুদবুদ যেন ফুটে আছে। ওর নিতম্বে চুমু খেলাম আমি। হাত দিয়ে খামচে ধরলাম। চুমু খেতে খেতে উঠে গেলাম ওপর দিকে। আবার আমাদের ঠোট মিলিত হল। আমি জিভ ঢুকিয়ে দিলাম ওর ঠোটের ফাকে। ওর জিভ এসে মিলিত হল আমার সাথে। কমব্যাট অফ টাং চলল কিছুক্ষণ। আমার উত্থিত পুরুষাঙ্গ চেপে আছে ওর নিতম্বের খাঁজে। এক হাত দিয়ে সেটা ধরে নাড়তে শুরু করল ও।
আমিও এক হাত ওর প্যান্টির ভেতরে ধরে ওর যোনি রাব করতে শুরু করলাম। আমার হাতের নড়াচড়ার সাথে সাথে কোমর সামনে পেছনে নিচ্ছে ও।
“হাহ! হাহ! আহ! উহ! আহ! আহ!” শীৎকারে ভরে গেল ঘরটা। আমার ঠোট জিভ চুষতে চুষতে কিছুক্ষণ পর। শরীর বেকিয়ে মোচড়াতে মোচড়াতে প্রথমবার অর্গ্যাজম করল সে।
আমি ওর যোনি ছেড়ে স্তন ধরলাম। স্তনগুলো টিপতে টিপতে চুমু খেলাম ওকে।
আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরে হাফাতে শুরু করল সানা৷
“ওহ! ইট ওয়াজ এক্সপ্লোসিভ।”
আমি হেসে ফেললাম।
ও বলল, “নাউ আমার পালা।” এক হাতে আমার পুরুষাঙ্গের মাথাটা ধরে নিজের যোনির মুখে ঘষতে শুরু করল ও। টের পেলাম ওর যোনি এখনও লুব ছেড়েই যাচ্ছে।
আমাকে চিৎ করে শুইয়ে দিল সানা। নিজেই কনডমের প্যাকেট খুলে একটা কনডম বের করে পড়িয়ে দিল। তারপর প্যান্টি একদম খুলে ফেলে আমার কোমরের দুই দিকে পা দিয়ে বসল।
আমার লিঙ্গটা ওর যোনির ফাকে চেপে ধরে ধীরে ধীরে চাপ দিল সে। ওর যোনিগহ্বরের উত্তাপ কনডমের রবার ভেদ করেও টের পেলাম আমি। পুরো ধৈর্ঘ্যটা ভেতরে প্রবেশের সময় মুখ কুঁচকে হালকা ককিয়ে উঠল সে৷ আমি দুহাতে ওর কোমর চেপে ধরে নিচ থেকে ধীরে ধীরে চাপ দিয়ে সাহায্য করলাম তাকে। সানার কপালে বিন্দু বিন্দু ঘাম।
আমার ওপর শুয়ে আমাকে চুমু খেতে খেতে কোমর নাচাতে শুরু করল ও। ওর যোনির ভেতরের গ্রুভগুলো যেন ম্যাসাজ করছে আমার লিঙ্গ৷
বারবার আমাকে চুমু খাচ্ছিল সানা। এভাবে কিছুক্ষণ চলার পর আমি তাকে ধরে এক পাক দিয়ে নিচে নামিয়ে ধাক্কা দিতে শুরু করলাম। প্রতিটা ধাক্কায় ককিয়ে উঠছে মেয়েটা। চার হাত পায়ে আমাকে জড়িয়ে ধরল। আমি একটু এপাশ ওপাশ করে ওর যোনির ভেতরটা ভাল করে রগড়ে দিতে শুরু করলাম।
“উহ! দারুণ লাগছে সোনা, জোরে জোরে দাও।” আমাকে উৎসাহ দিল সে।
আমি খাটের কোণাটা শক্ত করে ধরে এক জোরাল ধাক্কায় পুরোটা ঢুকিয়ে দিলাম ওর ভেতরে। মনে হচ্ছে একদম জরায়ুর মুখে গিয়ে ধাক্কা লাগল।
জোরদার ধাক্কায় শীৎকারটাও জোরালই শোনাল। প্রতিবার ধাক্কায় আমার বুকের নিচে লাফিয়ে উঠছে ওর স্তনগুলো।
সামান্য উঠে ওকে পাশ ফিরয়ে শোয়ালাম। তারপর সেভাবেই ভেতরে ঢোকালাম। এভাবে ঢুকলে সর্বোচ্চ ঘর্ষণ হয়। শর্ত হচ্ছে পা ফাক করা যাবে না। সেভাবেই ওর সাথে মিলিত হলাম বেশ কিছুক্ষণ।
এতক্ষণে আমার নিজেরও অর্গ্যাজম হয়ে যাওয়ার কথা৷ কনডোম পড়লে এমন হয় আমার। চরম মুহুর্তে পৌছাতে দেরি হয়। এদিকে আমি দরদরিয়ে ঘামছি। পরিশ্রম বেশি হচ্ছে।
একটু পর ওকে চার হাত পায়ের ওপর বসিয়ে কোমর চেপে ধরে ওর যোনিতে শিশ্ন চালালাম। “ইউ আর…. ওহ! ওহ! অ্যামেইজিং। আমার… আমার হয়ে আসছে।” ককানোর ফাকে ফাকে বলল ও।”
আমি বললাম, “কাম ফর মি বেইব।” গতি বাড়িয়ে দিলাম আরও। ওর নিতম্বের সাথে আমার তলপেটের ধাক্কায় ঠাস ঠাস শব্দে ভরে গেল পুরো ঘরটা৷
মনে হল ওর যোনির পেশি যেন সংকুচিত হয়ে চেপে ধরল আমার লিঙ্গটা। পরক্ষণেই গা হাত পা শক্ত আর টানটান করে সমস্ত শরীরে কাপুনি তুলে অর্গ্যাজম হয়ে গেল ওর।
আরামটা বেশ খানিকক্ষণ উপভোগ করল ও। তারপর শুয়ে পড়ল বিছানায়।
“গিভ মি এ মিনিট। প্লিজ।” হাপাতে হাপাতে সানা বলল। ওর সুন্দর স্তনগুলো নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে। এখনও যেন একটু একটু কাপছে ওর শরীরটা।
আমি রুমে থাকা একটা পানির বোতল থেকে ওকে পানি খাওয়ালাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। ও টেনে নিয়ে আমাকে জড়িয়ে ধরে রাখল। ওর ঘামে ভেজা পিঠে হাত বুলিয়ে দিলাম আমি। রুমের থার্মোস্ট্যাটের টেম্পারেচার কমিয়ে দিলাম।
এভাবে প্রায় বিশ পচিশ মিনিটের পর আবার শুরু করলাম আমরা। এবারে শুধু বিছানাতেই সীমাবদ্ধ থাকল না আমাদের শরীরের খেলা। ওপরের বাংকে উঠিয়ে নিচে থেকে ওর যোনিটা ভাল করে খেয়ে দিলাম আমি। মেঝেতে দীর্ঘসময় চলল আমাদের প্রেম। টেবিলে ভর দিয়ে দাঁড়িয়ে। টেবিলের ওপর ওকে বসিয়ে। সবশেষে বাথরুমে। শাওয়ারের নিচে ওকে কোলে তুলে স্ট্রোক দিতে দিতেই ও আবারও অর্গ্যাজম করল। আমিও আর থাকতে পারলাম না। ওর বুকে মুখ গুজে প্রাণপণে ধাক্কা দিতে দিতে নিজেকে নিঃশেষ করলাম ওর ভেতরে।
রাতে পরে আরও একবার সেক্স করেছিলাম।
ভোরে আমি নিজের বাসায় চলে যাই।
গোটা ছয়মাসই আমরা মিলিত হতাম। অবশ্যই গোপনীয়তা বজায় রেখে৷ দারুণ দস্যি মেয়েটা আমার জানালার ওপর উঠে আসা ঝাড়ের বেড়া বেয়ে চলে আসত। সারারাত প্রেম করার পর, আবার সকালে চলে যেত। একদিন আদনান স্যার রাতে বাথরুমে যাবার সময় ওকে দেখে ফেললেন।
সকালে ও যাবার পর নাস্তার টেবিলে বললেন, “ছোটভাই তোমার লগে যে একটা পরী থাকে তা তো জানতাম না।” আমার একটু সময় লাগল বুঝতে। বোঝামাত্রই হেসে ফেললাম।
“আমাগো তো কিছু জানাইলা না,” আদনান স্যার অনুযোগের সুরে বললেন৷
আমি আবার হাসলাম। বললাম, “স্যার, এ জেন্টলম্যান নেভার কিস অ্যান্ড টেল।”
|| সমাপ্ত ||