31-12-2024, 08:19 AM
ভেবেছিলাম শেষের দিকে এসে সঞ্জয় আর নয়ন এর বিরহ কিছুটা কমবে। নয়ন সঞ্জয় কে কাছে টেনে নিবে। কিন্তু তা হলো না। ভেবেছিলাম সোদামিনী হয়তোবা কিছুটা সাহায্য করবে। যতো যাই হোক নয়ন ই তো হেম এর সাথে বিয়ের বিষয়ে প্রথম কথা বলে। শেষ টায় নয়ন আর সঞ্জয় এর ভালোবাষা শুছক কিছু আশা করেছিলাম।