28-12-2024, 02:01 AM
(28-12-2024, 01:45 AM)Mamun@ Wrote: যারা লগইন না করেই গল্প পড়ে তাদের দিয়ে এখানকার কোন লাভ হয় না। না কমেন্ট, না লাইক, না রেপুটেশন, কিছু তো তারা দেয় না। শুধু ফ্রি ফ্রি গল্প পড়ে চলে যায়। সুতরাং তারা থাকলো না গেল তাতে কার কি আসে যায়? বরং ইনসেস্ট পড়তে চাইলে তারা এখন রেজিস্টার মেম্বার হতে বাধ্য হবে। আমার মতে এটাই ভালো।
একটা গল্প কতটা ভাল সেটা যেমন লাইক রেপু দিয়ে বুঝা যায় তেমন করে কত পাঠক পড়ল সেটাও একটা মাধ্যম। আমার মনে একটা গল্প কতটা পাঠক প্রিয় তা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হল তার ভিউ সংখ্যা। আর যতজন পড়বে তার থেকে হয়ত পঞ্চাশ জনে একজন কমেন্ট করে আর পচিশ জনে একজন লাইক বা রেপু দেয়। এটাই স্বাভাবিক। এটা নিয়ে আসলে অত আফসোস করে লাভ নেই। আর যদি পাঠক মাত্র রেজিস্ট্রি করে পড়তে হয় তাহলে সব সেকশনের সমান ব্যবস্থা করে দেওয়া উচিত। খালি একটা সেকশন কেন?
আর খালি রেজিস্ট্রেশন করে পড়তে দিতে চাইলে ফোরামের কি হবে সেটা বুঝার জন্য নির্জনমেলা ফোরামের দিকে তাকান একবার বুঝতে পারবেন। প্রায় দশ বছরের পুরাতন ফোরাম। ধুকে ধুকে চলে। মাঝে মাঝে বন্ধ থাকে। একটা গল্প লিখলে হয়ত ১০০০ ভিউ হয় মেরেকেটে। এই রকম এলিট লেখার জায়গা তৈরি করে সাধারণ পাঠকদের কোন লাভ নেই। হয়ত দুই একজন লেখক বেশ আত্মশ্লাঘা অনুভব করতে পারেন যে খুব একটা এলিট জায়গায় লিখছি।
আর গসিপ হচ্ছে আগের এক্সবি আর চিটচ্যাটের ঐতিহ্য থেকে আসা ফোরাম। এর পাঠক আর লেখককূলের একটা বড় অংশ সেখান থেকে আসা। সেখানে আমরা আগেই দেখেছি লেখকদের স্বাধীনভাবে লিখতে দিলে কতটা উন্নত হয় লেখার মান। এখানে যেটা বারবার ব্যাঘ্যাত ঘটছে। বেশ কয়েকজন ভাল লেখক চলে গেছে। যেটা কাম্য নয়।
এক্সট্রিম হার্ডকোর লেখার ক্ষেত্রে সাইটের কনজারভেটিভ মানসিকতার কারণ আমি বুঝতে পারি। সাইবার আইনের ঝামেলা এড়ানো। তবে যতগুলো ছোটবড় সাইট আছে সেখানে ইন্সেস্ট এত কমন যে এটা সাইবার আইনে আটকাবে বলে মনে হয় না। বরং আমার মনে হয়েছে এই ইন্সেস্ট কে আলাদা ফোরামে নেওয়ার ব্যাপারটা অনেক সময় রাজনীতির গুটি হিসেবে ব্যবহার হয়েছে। সবাই যার যার মত লিখুক। কেউ মন্তব্য বেশি পাবে কেউ কম কিন্তু লেখা সত্যিকার ভাল হলে ধীরে ধীরে পাঠক বাড়বে। এটা বুঝতে পারে না বলে অনেক লেখক ইন্সেস্ট কে আলাদা ফোরামে নিতে আগ্রহী কারণ তারা ভাবে যে এতে তাদের লেখার পাঠক বাড়বে। যেটা আদতে ভুল। যার লেখা পাঠক পড়বে না তার লেখা এমনিতে পড়বে না। এটা অলরেডি প্রমাণিত।