27-12-2024, 11:43 PM
(27-12-2024, 07:56 AM)Mamun@ Wrote: কি যে বলেন তার ঠিক নেই। ভালো করে দেখলেই বুঝবেন ইনসেস্ট ফোরামটা এখন ধীরে ধীরে মাথা তুলতে শুরু করেছে।মেইন ফোরামের থেকে ওখানে কমেন্ট পরে বেশি। অনেকেই এখন ইনসেস্ট গল্প সাব ফোরামেই পোস্ট করে । ইনসেস্ট ফোরামটা জনপ্রিয় করার চেষ্টা চলছে,এর মাঝে না বুঝে দয়া করে বাগড়া দেবেন না। আর কোন কিছুই একদিন করা সম্ভব নয়।
ইন্সেস্ট ফোরামের সবচেয়ে বড় সমস্যা হল সেই ফোরামে আপনি লগিন না করে পড়তে পারবেন না। এই ফোরামে যদি একজন লগিন করে তার বিপরীতে দশজন পাঠক লগিন না করে পড়ে। অনেক পাঠক কখনো একাউন্ট খুলে নি। ইন্সেস্ট সেকশন এই জন্য অনেক পাঠক হারায়। আর আমার এই গল্প গুলো কে আলাদা করা অনেকটা বোকামি মনে হয়। চটি সাইটে সব রকম গল্প থাকবে। পাঠক বাছবে। সেটাই হওয়া উচিত।