26-12-2024, 01:14 AM
(This post was last modified: 26-12-2024, 01:15 AM by nalin. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-12-2024, 02:56 PM)kumdev Wrote: একচত্বারিংশতি পরিচ্ছেদখুব সুন্দর ইতিহাসকে ধরেছেন। তবে জাতির জনক নামটা সুভাষেরই দেওয়া।
গান্ধীজীর নেতৃত্বে দেশ স্বাধীন হল।তার মন্ত্র ছিল অহিংসা।আরণ্যকের মনে প্রশ্ন জাগে সত্যিই কি তিনি অহিংস ছিলেন?তিনি দূরদর্শী ছিলেন,বুঝেছিলেন সুভাষ থাকলে কোনোদিনই তিনি জাতির জনক হতে পারবেন না।যে কোনো মূল্যে সুভাষকে সরাতে হবে।শুরু হয়ে গেল চক্রান্ত।সুভাষ দেশত্যাগে বাধ্য হলেন।এরপরও কি গান্ধীজীকে অহিংস বলা যায়।মনে মনে হাসে আরণ্যক।এসব কথা লিখলে আর পাস করা যাবে না।একটা ব্যাপারে তার কষ্ট হয়।সুভাষের বিরুদ্ধে কংগ্রেস ক্যাশ তছরুফের অভিযোগ এনেছিল।হায় ভগবান! দেশসেবার জন্য যিনি আইএএস ত্যাগ করেছিলেন তার বিরুদ্ধে এরকম ঘৃণ্য অভিযোগ!