25-12-2024, 06:19 PM
(19-12-2024, 02:12 PM)Jaguar the kings Wrote: আপনি হয়তো আমার কথাটা অন্যভাবে নিলেন। আমি সেই ভাবে বলতে চাইনি। আসলে আমরা পাঠকরা একটু হেগ্লা ধরনের ।কোনো গল্প ভালো লাগলেই সেটা পড়ার জন্য খুব তাড়াহুড়ো করি।আর গল্প দুই তিন দিন আপডেট না পেয়ে অধৈর্য্য হয়ে উঠি। এবার আপনি বুঝুন কেন ওই মন্তব্য করেছি। অনেক গল্প এইভাবে সময়ের সাথে সাথে আর এগোয়নি। তাই ওই কথাটা বলে ফেলেছি। দয়া করে ক্ষমা করে দিবেন।
ভাই, সময়ের সাথে সাথে বয়স বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে দায়িত্ব কর্তব্য। আগের মতো ফাঁকা সময় যে আর নেই। একটানা লেখার অবকাশ পাই না। একটু একটু করে লিখে তারপর আপডেট দিতে হয়। আপনাদের এই ধৈর্য্য চ্যুতি আমি বুঝি, কিন্তু আমিও যে নিরুপায়। গল্প শেষ হবে নিশ্চিন্ত থাকুন, তবে আপডেট একটু দেরি করেই আসবে, এটা প্লিজ মেনে নিন।