18-12-2024, 03:46 AM
মাতৃত্বের মাঝেই নারী জাতির একমাত্র গৌরব একমাত্র সার্থকতা নিহিত। এটা পরম করুণাময়ের সৃষ্টির সফলতা। অথচ হেনরীর সব গল্পে বারংবার মাতৃস্বত্বাই অপমানিত হয়, অবিশ্বাসের কলঙ্কে কলঙ্কিত হয়। বারংবারই সন্তানেরা উপেক্ষিত হয়, বঞ্চিত হয় অকৃত্রিম মাতৃ স্নেহ থেকে।
মায়েদের বিশ্বাসের হন্তারক হবার ঘটনা যে দু একটা সমাজে ঘটে না তা নয়। তবে সামগ্রিক ভাবে মা কিন্তু অতুলনীয়াই। যা নিয়ে কোন দেশে, কোন জাতিতে কিংবা কোন সমাজে বিন্দুমাত্র দ্বিমত নেই। সকল ধর্মেই মায়ের স্থান, সম্মান সবার উপরে।
তবে ইদানীং অনেক মূল ধারার উপন্যাসেও দেখা যায় লেখকেরা অতি সুক্ষ্ম ভাবে মাতৃস্বত্বা কে প্রশ্নবিদ্ধ করছেন।
এতে করে বাস্তব জীবনে একটা সময় প্রতিটি সন্তানই তার মাকে সন্দেহের চোখে দেখবে। ভাববে, তবে কি আমার মাও এমন? তবে কি আমার মাও নিজের নির্লজ্জ কাম কে উপভোগ করার জন্যে আমাকে ছেড়ে চলে যাবে? তবে কি আমিও বঞ্চিত হবো??
তবে কি আমার জীবনেও এমন দিন আসতে পারে যেদিন অংশুমানের মত প্রশ্ন করে বসবো "তাহলে জন্ম দিয়েছিলে কেন"?
পরিশেষে গল্প তো গল্পই। সেটাকে নিয়ে সিরিয়াস হবার কিছু নেই। আমরা সবাই আমাদের স্নেহ ময়ী মায়েদের সন্তান। যে মা প্রাণের বিনিময়ে হলেও তার সন্তানকে রক্ষা করতে প্রস্তুত। জগতের সকল মাকে জানাই সশ্রদ্ধ প্রণাম/সালাম।
মায়েদের বিশ্বাসের হন্তারক হবার ঘটনা যে দু একটা সমাজে ঘটে না তা নয়। তবে সামগ্রিক ভাবে মা কিন্তু অতুলনীয়াই। যা নিয়ে কোন দেশে, কোন জাতিতে কিংবা কোন সমাজে বিন্দুমাত্র দ্বিমত নেই। সকল ধর্মেই মায়ের স্থান, সম্মান সবার উপরে।
তবে ইদানীং অনেক মূল ধারার উপন্যাসেও দেখা যায় লেখকেরা অতি সুক্ষ্ম ভাবে মাতৃস্বত্বা কে প্রশ্নবিদ্ধ করছেন।
এতে করে বাস্তব জীবনে একটা সময় প্রতিটি সন্তানই তার মাকে সন্দেহের চোখে দেখবে। ভাববে, তবে কি আমার মাও এমন? তবে কি আমার মাও নিজের নির্লজ্জ কাম কে উপভোগ করার জন্যে আমাকে ছেড়ে চলে যাবে? তবে কি আমিও বঞ্চিত হবো??
তবে কি আমার জীবনেও এমন দিন আসতে পারে যেদিন অংশুমানের মত প্রশ্ন করে বসবো "তাহলে জন্ম দিয়েছিলে কেন"?
পরিশেষে গল্প তো গল্পই। সেটাকে নিয়ে সিরিয়াস হবার কিছু নেই। আমরা সবাই আমাদের স্নেহ ময়ী মায়েদের সন্তান। যে মা প্রাণের বিনিময়ে হলেও তার সন্তানকে রক্ষা করতে প্রস্তুত। জগতের সকল মাকে জানাই সশ্রদ্ধ প্রণাম/সালাম।