16-12-2024, 02:01 PM
(15-10-2023, 09:17 PM)Bumba_1 Wrote: neither gallbladder nor appendix , আচ্ছা পুরুষ মানুষের সার্জারি হবে এটা শুনলেই কেন ধরে নেওয়া হয় যে, তার গলব্লাডার কিংবা এপেনডিক্সে অস্ত্রোপচার করা হবে? হাইড্রোসিল অপারেশন হতে পারে, আবার হার্টের বাইপাস সার্জারিও তো হতে পারে? আজ্ঞে না, এগুলোর কোনোটাই নয়। পিহু আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাওয়ার পর আমার একটা মেজর অ্যাটাক হয়। এর ফলে আমার sciatic nerve টা পুরোপুরি damage হয়ে যায়। ছয় মাস বিছানা থেকে উঠতেই পারিনি সেই সময়। তারপর ধীরে ধীরে ফিজিওথেরাপি করে স্বাভাবিক জীবনে ফিরে আসি। কিন্তু সমস্যাটা থেকেই যায়। গত বছর microdiscectomy surgery হয়েছিল বটে, কিন্তু সেই অর্থে successful হয়নি। তাই মেডিকেল বোর্ড ঠিক করেছে artificial nerve লাগানো হবে ওটাকে destroy করে দিয়ে। এই অপারেশনটা বিশাল ব্যয়বহুল এবং ভীষণ ঝুঁকিপূর্ণ।
সবশেষে বলি .. গল্প ভালো লেগেছে এটা জেনে যারপরোনাই আপ্লুত এবং আনন্দিত।