16-12-2024, 08:56 AM
(16-12-2024, 03:49 AM)বহুরূপী Wrote: শেষ কথা
কি ভাবছেন? না, গল্প এখানেই শেষ নয়। কোন গল্পই বোধকরি হয়না। কেন না আমরা আর আড়ি না পাতলেও ঐ চারজনের জীবনযাত্রা কল্পনার গভীরে চলবেই। এবার আসি আমার কথায়― আমার এই গল্পটির বিচিত্র পটভূমির সাথে মিশ্র ভাষার মিশ্রণে এক অপূর্ব খিচুড়ি তৈরি হয়েছে। এবার বলবেন, অপূর্ব বলে আমি বুঝি অত্যুক্তি করছি। আমি বললবো না, এটি আমার অত্যুক্তি নয়। কেন না,গল্পটি হয়তো অনেকেরই ভালো লেগেছে। তাই তাদের পছন্দকে তো আর বাজে জিনিস বলা যায় না। তবে সে কথা থাক, আমি বেশি কথা বাড়াবো না। এই গল্পটা যৌনতা নিয়ে আমার প্রথম গল্প। এরপর আরো কিছু লিখেছি, (গল্পের খাতা) তবে সেগুলোও বিশেষ কিছু নয়। আমার দ্বিতীয় বড় গল্পটা (স্বামী) আরো একটু সিরিয়ার মনোভাব নিয়ে লেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।
শুরু থেকেই ছিলাম এই গল্পের সাথে। এক কথায় বলতে গেলে সত্যিই এটি এক অপূর্ব খিচুড়ি। শেষ করার জন্যে অসংখ্য ধন্যবাদ।

আপনার পরবর্তী গল্পের জন্যে বিশেষ ভাবে অপেক্ষায় থাকবো। কারণ এই সাইটে স্বামী শব্দের সাথে সবসময় কাকোল্ড যোগ হয়?? দেখি আপনি কোথায় নিয়ে যান আমাদের!