13-12-2024, 12:15 AM
(07-12-2024, 09:16 PM)কাদের Wrote: আপনার লেখার হাত ভাল। গল্পটা সুন্দর করে টানছেন। পাঠক হিসেবে এমন গল্প এই সাইটে কালেভদ্র পাই আমরা। তাই অনুরোধ করব হঠাত করে গল্প বন্ধ করে হাওয়া হয়ে যাবেন না। নিয়মিত লিখতে থাকুন। আর লাইক রেপু বা কয়জন পড়ছে সেটা নিয়ে প্রথম ছয় সাত মাস একদম চিন্তা করবেন না। আপনার গল্প ভাল। প্রথম প্রথম পাঠক না আসলেও পরে পাঠক সংখ্যা বাড়বে। পরের আপডেটের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ কাদের ভাই। আমিও আপনার লেখার নিয়মিত পাঠক। আপনার পরামর্শ আমার কাজে আসবে।