10-12-2024, 01:06 PM
(29-11-2024, 12:34 PM)Henry Wrote: ।জয়ন্তের মুখে অসহায়তা ভাল ফুটে উঠেছে।
জয়ন্ত বুঝতে পারছে না সুচিত্রা কিসের পাপের ভাগ বলছে! কি বলতে চায়! সুচিত্ৰাও চিটার মানে? সুচিও কি অন্য কারোর সাথে? প্রতিহিংসায়? জয়ন্তের পা দুটি কাঁপছে, সব কিছু ভেঙে যাচ্ছে যেন। আকাশ, মাটি, এই ঘর, মেঝে, ছাদ সব নিমেষে ভেঙে পড়ছে। সে বললে---সুচি? তুমি কি প্রতিহিংসায়...? কে সে?
সুচিত্রা বিছানাটা ততক্ষনে পরিপাটি করে ফেলেছে। সে বলল---প্রতিহিংসায়? হয়ত? কিন্তু তুমিই বা জানতে চাইছ কেন যে কে সেই ব্যক্তি? আমি তো কোনোদিন কিছুই লুকাইনি তোমার কাছে। তোমাকে ঠকালাম যখন তখনও না। এখন তোমার অপরাধ কমে গেছে, আমরা দুজনেই সমান পাপী। আমাদের মধ্যে পবিত্রতা বলে কিছু নেই।
---সুচি? এই বয়সে তুমি কি ছেলেমানুষ হয়ে গেলে? মিথ্যে বলছ কেন?