05-12-2024, 10:04 AM
(22-11-2024, 09:24 AM)বহুরূপী Wrote: পর্ব ৫বড্ড ভালবাসি - কথাটার মধ্যে যেন শিশুত্বের ঘ্রাণ। বাচ্চাদের এই কথা বলতে শুনেছি অসংখ্যবার।
– মাসি আমি তোমায় বড্ড ভালোবাসি বিশ্বাস কর ।
মাসি বোধহয় কথাটাকে নিল খুব সরল মনে। আমাকে মেঝে থেকে তুলে তার পাশে বসিয়ে বলল,
– হয়েছে আর পাকামো করতে হবে না এবার একটু ঘুমো দেখি।
আমার আর কিছু বলার মত অবস্থা বা সুযোগ তখন আর ছিল না। কারণ রুমের দরজা ঠেলে ইরা ভেতরে এসে মাসি আর আমার গলা জড়িয়ে ধরলো। যাহোক সেদিকার মত মাসি ও ইরা আমাকে দুদিকে থেকে জড়িয়ে ঘুমিয়ে পরলো।