05-12-2024, 12:41 AM
(04-12-2024, 05:14 PM)বহুরূপী Wrote: প্রথম কথা গল্প শেষ হয়নি। এখনো সমাপ্তি বাকি।নয়ন সঞ্জয়ের কাছে মাঝ সমুদ্রের লাইটহাউজের মতো যে টিমটিম করে জ্বলে বুঝিয়ে দেয় যে ঘোর অন্ধকারেও সে আছে তার পাশে।বৌদিমণি,কে আমি কখনোই এই গল্পে ভোগ্য বস্তু হিসেবে একটিবারের জন্যও কল্পন করিনি।তাদের বিশ্লেষণ করে আমি যা পেয়েছি তা হচ্ছে শ্রদ্ধা বিশ্বাস, ভরসা অব্যক্ত প্রেম,প্রেমের সাথে শরীরের, সুদুরপ্রসারি সম্পর্ক।
দ্বিতীয় কথা,গল্পের নাম "বৌদিমণি" সঞ্জয়ের বউ নয়। সুতরাং,যদি কেউ ভাবে নয়নতারা সঞ্জয়ের ঘরে বউ হয়ে উঠবে,তবে আমার দোষ নেই।
তবে কেবল সামাজিক প্রেক্ষাপটে ঘরনী হওয়াটাই কী মূখ্য?
একে অন্যের পরিপূরক হওয়াটাই কী জরুরী নয়?