04-12-2024, 08:26 AM
(04-12-2024, 08:07 AM)বহুরূপী Wrote: এটা প্রথম থেকেই অনেকর চিন্তা-ভাবনায় এসেছে বলে মনে হয়।
তবে থ্রিসাম-ফোরসাম এইসব নিয়ে আপাতত আমার কোন চিন্তা ভাবনা নেই।
অরিজিনাল গল্পে না দিলেও আপনি গল্প শেষ করে দুই তিনটা স্পেশাল পর্ব দিতে পারেন এক্ষেত্রে আমাদের আশাপূরণ করতে। বলছি বলে আবার চাপ নিয়েন না, আপনার যেভাবে ভালো মনে হয় সেভাবেই করেন। পাঠক হিসেবে নিজের আবদার টা জানালাম শুধু।