03-12-2024, 12:10 PM
(01-11-2024, 07:37 PM)বহুরূপী Wrote: মাসি নাকি মা? পর্ব ২কেবল প্রথম পাতাটি পড়লাম। ভাল লাগল। পরে এসে কখনো বাকিটা পড়ার ইচ্ছে রইল।
সকাল সকাল কিসের একটা আওয়াজে যেন ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই মারাত্মক বিরক্তি এসে ভীড় করলো মাথায়। প্রায় আধঘণ্টা বিছানায় নিজের দেহটাকে গড়িয়ে অনেক চেষ্টার পরেও যখন আর ঘুম এলো না। তখন খানিকক্ষণ সেই শব্দের উৎস কে দূর্বোধ্য ভাষায় গালাগালি দিয়ে,অবশেষে ভাবলাম ছাদে যেতে ক্ষতি কি। যেই ভাবা সেই কাজ,ঘর থেকে বেরিয়ে সোজাসুজি ছাদে। তবে ছাদে পা রাখতেই আমি অবাক। কারণ এ যে এটি ছাদ নয় রীতিমতো বনাঞ্চল। এই দু'সপ্তাহের মাঝে ছাদে ওঠার প্রয়োজন বোধ করিনি কখনোই।তবে গেইটের বাইরে এবং বড় রাস্তা থেকে বাড়ির পথ নামার সময় দুই একবার ছাদে চোখ ত বুলিয়েই গেছি। কিন্ত এমনটা হতে পারে তা ঠিক নিচ থেকে বোঝার উপায় ছিল না।