03-12-2024, 12:08 PM
(29-11-2024, 06:47 AM)বহুরূপী Wrote: /////////////সঞ্জয়কে যতই পুরুষ বলে দেখান হোক না কেন, তার আচার ব্যবহার চিন্তা করার ভঙ্গি - মেয়েলি।
দুপুর বেলাটা অদ্ভুত, রাতের চেয়েও নিস্তব্ধ। একে ত আকাশ মেঘলা, তার ওপড়ে দুপুর বেলা। আনুমানিক এক কি দুটো বাজে। এই সময়ে সবার খাওয়া দাওয়ার পালা, তারপর হয়তো একটু ঘুম। পথ তাই বড় নির্জন। এরই মাঝে যখন ঝমঝম বৃষ্টি নামে, দু একটা জনপ্রাণী যাও থাকে, দোকানের চাতালে দাঁড়িয়ে যায়। তারপর একা একা রাস্তাটা বুক পেতে বৃষ্টির ফোঁটাগুলোকে আপন করে নেয়।
বৃষ্টির মাঝে এমনি একটা চায়ের দোকানে দাড়িয়ে সঞ্জয় তাই খানিক ভাবলো। চোখ বন্ধ, কিন্তু কান ত খোলা। তাই শোনা যায় চায়ের কাপে চামচের ঘূর্ণি তোলার শব্দ। আজ বহুদিন পর দামিনী মেয়েটার ওপড়ে ভয়ানক রাগ হচ্ছে। না না একথা বোধহয় সত্য নয়,কারণ এই রাগটা তার প্রতি দিনেই হয়।