01-12-2024, 05:19 AM
(26-11-2024, 04:07 PM)মিসির আলি Wrote: গল্প নিয়ে পাঠকেরা কাটাছেঁড়া করতেই পারেন। কিন্তু আমার গল্প অন্য কোনো পাঠকের চিন্তায় আগেও প্রভাবিত হয় নি সামনেও হবে না। একেককজনের একেকরকম ফ্যান্টাসি, সব ফ্যান্টাসি এক গল্পে দেখানো প্রায় অসম্ভব। সব কিছুতে ওভার রিয়্যাক্ট করা বা আগাম ভেবে রাখলেন গল্প যদি সেদিকেই আগায় তাহলে তো হলো না। অনেকেই বুশরার পার্ট কে অপ্রয়োজনীয় বলছেন, গল্পের বর্তমান অবস্থায় এটা সত্যি। কিন্তু আমার কাছে যে কনসেপ্ট ছিল সেটাতে ওদের প্রয়োজনীয়তা ছিল। এখন গল্প শেষ করার জন্য ওদেরক ছেটে ফেলতে হয়েছে। যদি আগের কনসেপ্ট এর কথা বলেন তাহলে আমি বলব যতটুকু লেখা হয়েছে তার আরো দুইগুন লিখা লাগবে গল্প টা শেষ করতে। জীবনচক্র ১ যারা পরেছেন তারা জানেন আমি সেক্সের জন্য গল্পে তাড়াহুড়ো করি না। প্রপার বিল্ড আপের পর সেক্স আসে। কিন্তু এখন সেই ভাবে লেখা সম্ভব না। ধরে নিতে পারেন গল্প টা শেষ করব কথা দিয়েছিলাম তাই লিখছি। লেখাটা উপভোগ করছি না আর। গল্প শেষ না করলে বা আপডেট দিতে দেরি হলে মেসেজ বা কমেন্টে কটু কথা শোনা লাগে। কথা দিয়েছি শেষ করবো তাই শেষ করতেছি। তবে গল্পটা যেহেতু আমার তাই শেষ টা সুন্দর করার চেষ্টা করছি আপ্রান। তাতে সেক্স কম আসলো নাকি বেশি সেটা মুখ্য বিষয় না। ইরোটিক যেহেতু তাই কথা দিচ্ছি শেষ পর্বেও সেক্স থাকবে।
আর থ্রেডে কাঁদা ছুড়াছুড়ি কইরেন না প্লিজ।