24-11-2024, 10:52 PM
(This post was last modified: 24-11-2024, 10:55 PM by smohan1990. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-11-2024, 09:05 PM)a-man Wrote: এইতো পাওয়া গেছে নং ১ আসামীকে! যে কিনা দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে পাঠকের সাথে খেলেই যাচ্ছে লিখবো লিখবো করে আর পাঠকেরা তীর্থের কাকের মতো চেয়ে আছে যে কবে rubysen এর কালজয়ী অসমাপ্ত উপন্যাস Adorable woman এর বাংলা সংস্করন পূজনীয় মা এর সবটা দেখতে পাবে!
আচ্ছা মোহনদাস দাদা একটা কথা বলুন দেখি?
শ্রীমতি rubysen এর নয় বয়স হয়ে গেছে অনেক যদি বেঁচে থাকে সে, তার literotica প্রোফাইল অনুযায়ী সে এখন ৬০ উর্ধ! হয়তো সেকারণেই বা অন্য যেকোনো কারণে লেখালেখি ছেড়ে নিখোঁজ হয়ে গেছে পাঠকসমাজকে হতাশার সাগরে নিমজ্জিত করে। কিন্তু ভাই আপনি? আপনি তো আছেন পাঠক সহচার্যেই! আজ ১২ বছরের অধিক সময়েও কি পারলেন না কিছুই লিখতে? এতো বছর ধরে তো বলেই আসছেন শুধু যে "ইচ্ছে আছে"! কিন্তু পূরণ হবে আর কবে ইচ্ছেটা? ভাই এক যুগ কি কম সময়? পাঠকসমাজ চায় আপনার ভেতরেই সেই কিংবদন্তির হারিয়ে যাওয়া লেখিকা rubysen কে খুঁজে পেতে, তাদের জন্যে কি এক দুই প্যারাগ্রাফ আপডেটও দেয়া যেতোনা? Adorable woman 1 এর বাংলা পূজনীয় মা তো হয়েছে যা কিনা নিঃসন্দেহে rubysen এর লেখাকেও ছাড়িয়ে গেছে, এবারে শুধু প্রয়োজন ছিল ২য় পর্ব Adorable woman 2 এর বাংলা। ১ম পর্বের চেয়েও ২য় পর্বের ইরোটিকতা আকর্ষনীয়তা অত্যাধিক বেশি যেকারণে পাঠকশ্রেণী সব অপেক্ষার প্রহর গুনেই চলেছে।
যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাওয়া সম্ভব নয় কখনোই, শ্রীমতি rubysen এর ব্যাপারটা তেমনই। কে জানে যে বেঁচে আছে কিনা আর সে।
Adorable woman 2 এর বাংলা সংস্করনের মাধ্যমে আপনাকেই শেষ করতে হবে অসমাপ্ত উপন্যাসটা
লিখেছি ভাই অনেকটাই। তবে একটা অংশ পর থেকে। জুপিটারভাইকে শেয়ারও করেছিলাম। আমার ইচ্ছে পুরো গল্পটাকেই নতুন করে লিখবো।
যেমন শুচিস্মিতার মৃত্যু অনেক পরে হবে। ২০২০ পর। গল্পটার নামও পরিবর্তন করে "আদরণীয়া নারী" থাকবে। অ্যাডোরেবল উওম্যানের সঙ্গে ফোনেটিক্যালি সিমিলার।