24-11-2024, 11:53 AM
(22-11-2024, 09:24 AM)বহুরূপী Wrote: পর্ব ৫সুন্দর তবে কলির সঙ্গে নিরন্তর সংগম একটু চাপিয়ে দেওয়া লাগছে। যেন কোন কাজ নেই তাই রমণ দেখান যাক।
দুঘন্টা ড্রাইভিং আর লেডিস পার্লারের ঝক্কি সয়ে, অবশেষে রেস্টুরেন্টের ঢুকে যদি শোনা যায়; যে আপনার বুক কারা টেবিলের জন্যে দাড়াতে হবে,তখন কেমন লাগে! এখানে ভালো কোন রেস্টুরেন্টে নেই,যেটা পাওয়া গেছিল আমি সেটিতেই টেবিল বুক করে রেখেছিলাম আগে থেকেই। কিন্তু সময় মতো পৌঁছনোর পরেও নাকি আর ঘন্টা খানিক অপেক্ষা করতে হবে। কোন মানে হয়? সুতরাং আমি রেগেমেগে একরকম আগুন। তাই অতসী মাসি আমার উত্তেজিত চিত্ত দেখে হাত ধরে টেনে রেস্টুরেন্টের বাইরে নিয়ে এসেছিল। তারপর মাসিকে নিয়ে আমি আবারও গাড়িতে। এবার মাসির দেখানো পথে গাড়ি চালাতে লাগলাম। খানিকটা এগিয়েই বুঝলাম যে পথে এসেছিলাম সেই পথই আনুমানিক আধঘণ্টা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি। ভয় হলো মাসি কি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নাকি!