24-11-2024, 11:48 AM
(20-11-2024, 05:27 AM)বহুরূপী Wrote: সকালে সঞ্জয় স্নান করতে গেলে হেম লতা উঠে এল দোতলায়। আজ তির হাটতে একটু অসুবিধাই হচ্ছে। তবে সে অসুখী নয়, কারণ তার দিদির এর থেকে খারাপ অবস্থা হয়েছিল। সেই তুলনায় সঞ্জয় তার প্রতি যথেষ্ট যত্নই দেখিয়েছে। এখন কেউ দেখার আগে তার শয্যার চাদরখানা তাকে সরিয়ে নিতে হবে। গত রাতের রতিক্রিয়াতে রক্ত ও সিঁদুর লেগে চাদরের অবস্থা এখন দেখবার মতোই, কোন ক্রমেই এই দৃশ্য সৌদামিনীর চোখে যেন না পরে। লজ্জা তো বটেই বেচারী কষ্টও কম পাবে বলে বোধহয় না । গতরাতে সব স্বামীর মুখে শুনে হেমলতার সত্যিই খারাপ লাগছে। কারণ সে ঠিক স্বামী কথা বিশ্বাস করতে পারছে না। ওমন হাসিখুশী মেয়েটি এমন ভাবে কারো মনে আঘাত দিতে পারে? মনে মনে এই সব ভাবতে ভাবতে দোতলায় উঠছিল হেম। হঠাৎ নিচ থেকে নয়নতারা তাকে পাশ কাটিয়ে দোতলায় উঠে গেল,একরকম ছুটতে ছুটতে। দোতলায় উঠে হেম দেখলো নয়নতারা দাসী মঙ্গলার ঘরে ঢুকলো উদ্বিগ্ন চিত্তে। অবশ্য ঘটনাটি সহজ নয়। সৌদামিনী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে গেছে।
এমনিতে কিছু না কিছু বলি,কিন্ত আজ আর কি বলবো খুঁজে পাচ্ছি না।
হেমের কুমারিত্ব মোচনের দৃশ্যটি অপূর্ব!