23-11-2024, 11:02 PM
(22-11-2024, 11:49 AM)Henry Wrote: অসুস্থতার মধ্যে রয়েছি। যতটা আপডেট এগিয়ে দিয়ে আপনাদের উত্তেজনার দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলাম, তা পারিনি। আরো একটু সময় নিচ্ছি। তারপর না হয় ভালো আপডেট আসবে।
দাদা, প্রথম থেকেই আপনার লেখার গুণমুগ্ধ। আর সবসময়ই আপনার থেকে আপনার সেরা লেখাটার আশা রাখি। আপনি শরীর সুস্থ থাকলেই আপনার মনও ভালো থাকবে, এবং নিজ থেকেই আপনার লেখা ভালো হবে। শরীর ভালো না থাকলে আপনার লেখাও সেই মানের হবে না। আপনি যা লিখুন সুস্থ হয়েই লিখুন। আপনি যদি শুধু এইটুকুই বলতেন যে আপনার শরীর ভালো যাচ্ছে না, তাতেই চলতো। অপেক্ষা করতাম। জানি, আপনি কখনও কথার খেলাপ করেন না, আপনি যথারীতি লেখা দিয়ে থাকেন; এবং যখনই দিয়ে থাকেন তা সবসময়ই একসঙ্গে অনেকটা বড়ো কিস্তিই হয়ে থাকে। আপনার কাছে একটাই অনুরোধ ভবিষ্যতে আপনি যখনই লিখবেন সুস্থ শরীরেই লিখুন, আর যদি শরীর ভালো না থাকে তাহলে স্পষ্ট জানিয়ে দেবেন। যাতে পাঠক-পাঠিকাদের সঙ্গে সংযোগটা বজায় থাকে এবং তারা এবিষয়ে অবহিত থাকতে পারে যে আপনার অসুস্থতার কারণেই নতুন পর্ব দিতে কিছুটা দেরী হচ্ছে।
আপনার দ্রুত আরোগ্য কামনা করি।
আপনার দ্রুত আরোগ্য কামনা করি।