22-11-2024, 12:12 PM
(22-11-2024, 09:24 AM)বহুরূপী Wrote: পর্ব ৫
– তা হলেই না হয় ভুল, তবুও তুমি আমার মা হতেই পারবে না। আর তোমায় মা বলে ডাকবোই বা কেন বল? মা আমায় তার বুকের দুধ খাইয়েছে আর তুমি ছোট বেলে আমার ছোটটি পেয়ে খালি কান মলা খাইয়েছো, আমার বয়েই গেছে তোমায় মা ডাকতে।
মাসির কাঁদো কাঁদো মুখ দেখে আমার হাসি চাপতে দাম বেরিয়ে যাবার অবস্থা। তবে কথা ঠিক মতো বোঝার পরমুহূর্তেই মাসি লজ্জায় লাল হয়ে শুরু করলো।
অসম্ভব সুন্দর লেখা। তেমনই মধুর কৌতুকরঙ্গে ভরা।