22-11-2024, 12:00 PM
(20-11-2024, 05:27 AM)বহুরূপী Wrote: ///////////বহুদিন পর গসিপিতে এলাম। অপূর্ব বর্ণনায় মোহিত। এরপর আপনার লেখা পড়তেই আসতে হবে।
হেম বাবুকে কোলে করে বসে ছিল,আর দামিনী তাঁর পেছনে বসে দু হস্তে হেমলতা নিটোল দুধ দু'টকে দলাই মালাই করছিল। অবশ্য তাঁরা নিরবে নেই,কথা হচ্ছে দুজনের মাঝে। আচ্ছা আসুন একটু আড়ি পাতি আমরাও–
– আচ্ছা ধর যদি আমি সত্যিই তোর সতীন হতাম.......
– ও কথা আবার কেন উঠছে?
– ধুর লক্ষ্মীছাড়া মেয়ে কোথাকার! বলছি যদিই হতাম তবে তুই করতি কি? ভেবে বল ,আর মনে রাখিস আমি ছেরেছি বলেই তুই তাকে পেয়েছিস।