21-11-2024, 08:27 PM
(21-11-2024, 05:47 PM)বহুরূপী Wrote: আমি এই বিষয়ে সারিতকে বলতে পাড়ি। তবে একার কথায় কিছুই হবে না– কারণ ইনসেস্ট'কে গসিপি'র সব সেকশন থেকে আলাদা করে দেওয়া হয়েছে।
বলুন বহুরুপী দাদা, এডমিন সারিত দাদাকে সব গুছিয়ে বলুন।।। যুক্তি দিয়ে উনাকে বোঝানো যাবে বলেই বিশ্বাস।।।
অন্য ফোরামে কি হচ্ছে বা সেখানে ইনসেস্ট আলাদা নাকি একসাথে সেসব মেলানোর চেয়ে জরুরি বাংলা ফোরামে পাঠক কি চাইছে।।। এখানকার বড় অংশের পাঠক লেখক সহাবস্থান চান।।।
বিশেষ করে এর জন্য যখন কিছু শক্তিমান লেখক হারিয়ছি, তখন এই ইস্যুটা অবশ্যই গুরুত্বপূর্ণ।।। বাংলা ইরোটিক সাহিত্যে ইনসেস্ট এমনিতে খুবই পুরনো ও আবেদনময়ী জায়গা, সেখানে লেখক পাঠকের মতামতকে গুরুত্ব দেয়াই যে কোন ফোরাম গতিশীল রাখার অন্যতম উপায়।।।
আপনি আর কাদের ভাই --- আপনাদের মত মেধাবী প্রথিতযশা লেখকরা কোন অনুরোধ করলে এডমিন সেটার সম্মান দেবেন নিশ্চয়ই।। ফোরামে দীর্ঘদিনের এই দ্বিচারিতার অবসান ঘটুক, প্রগতিশীল লেখকরা লিখতে উৎসাহিত হোক এটাই আমাদের চাওয়া।।।
আপনাদের দু'জন এই ফোরামের নয়নের মনি।।। আপনাদের মত আরো কিছু মেধাবী, নিরপেক্ষ ও যুক্তিবাদী মানুষজন ফোরামে আছেন বলেই জোর গলায় সবাই দাবি জানাচ্ছি।।। ধন্যবাদ।
মায়ের স্তনের উঞ্চতায় খুঁজি জগতের আনন্দ