21-11-2024, 04:38 AM
(20-11-2024, 12:39 PM)বহুরূপী Wrote: সমস্যাটা আপনার লেখার নয় ব্যক্তিগত পছন্দের।আর জানেনই তো সবার পছন্দ আলাদা।তাই সব লেখাই যে পাঠকের ভালো লাগবে এমন তো কোন কথা নেই।
যেমন ধরুন এখানে অনেক গল্প আছে সেগুলোতে লাইক, রেপু ,কমেন্ট করার কথা বলতেও হয় না,সবাই নিজে থেকেই লাফিয়ে পরে সব করে দেয়,তবুও গল্প শেষটায় বন্ধ হয় যায় মাঝপথে। আর কিছু লেখকের তো একটু জনপ্রিয়তা পেলেই ইগো বেরে যায়।
এখন এইসব দিক দেখে শুনে আপনার যা ভালো মনে হয় করুন। তবে আমি এখানে নতুন ভাবে জয়েন করার পর থেকে আজ পর্যন্ত কয়েকজন ভালো লেখককে দেখলাম যারা টিকে আছে,যেমন ধরুন আপনি,কাদের ভাই, হেনরি দা, আর নতুনদের মধ্যে গোধূলির আলো। নতুনদের মধ্যে আরো যারা আছে, তারা কোন গল্প শেষ করতে পারেনি এখনো।
অবশেষে বললো সবসময় রান্না ভালো হয় না,আর একরকম রান্নায় বেশিদিন ভালো লাগে না।তাই বলে রান্না ছেরে দিলে অতিথিরা খাবে কি?
আপনি মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো। তবে প্রথিতযশা লেখকদের সঙ্গে আমার নামটা ঠিক যায় না।
সঙ্গে থাকুন, পড়তে থাকুন, আনন্দে থাকুন।