20-11-2024, 10:13 PM
(20-11-2024, 10:07 PM)বহুরূপী Wrote: দেখছি কি করা যায়।
এটা জানা ছিল না,ঘটনা মারাত্মক মনে হচ্ছে।
তবে আমি যা বলেছি সেটিও মিথ্যা নয়।কারণ রক্তের সম্পর্কে(বিশেষ করে মা) ভালোবাসা ও বউকে নিয়ে কাকোল্ড এই দুটো সব জায়গায় জনপ্রিয়। সেখানে সাধারণ রোমান্স নিয়ে যারা লেখে ,তাদের পক্ষে দাড়ানো কঠিন।এই বাংলা সেকশনেই সাধারণ রোমান্টিক গল্পের মধ্যে কয়টা আর জনপ্রিয় বলুনতো! আমি আপাতত সরাসরি মা ছেলের গল্পে যেতে চাইছি না। তবে "স্নেহের আঁচল" নামে একটা গল্পের প্লট লেখা আছে,মনমানসিকতা ঠিক হলে আরো কয়েকটি সাধারণ বিষয়বস্তু নিয়ে গল্প লিখে শেষ করে তবে বোধহয় লিখতে পারবো ওটা।এর আগে রোমান্টিক এবং মা ছেলে কোনটার দিকেই আমার মন যাবে বলে মনে হয় না।
অন্য কোনো মা-ছেলের গল্প জুপিটার দাদার মত এমন অস্বাভাবিক জনপ্রিয়তা পায় নি। জনপ্রিয় মাছেলের গল্প তো আছে হাজার হাজার।