20-11-2024, 09:14 PM
(20-11-2024, 07:49 PM)বহুরূপী Wrote: হতে পারে....তবে খুব বেশি নয়....বোধহয় গুনলে গুটিকয়েক বেরুবে।
মানতে পারলাম না। লেখক জুপিটারের গল্প তো আদতে রোম্যান্টিকই। তাঁর লেখায় ঘন ঘন তথাকথিত অশ্লীল শব্দের প্রয়োগ ছিল অদৃশ্য। লেখার ভাষা অতিশয় মার্জিত।
যখন তিনি লিখতেন তখন তাঁর বিপুল জনপ্রিয়তা অনেক তথাকথিত বড় লেখককে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল জানি। তাঁর উপর আঘাত তো কম আসেনি। অপমানও কম সহ্য করতে হয়নি।
সুতরাং রোম্যান্টিক লেখার ধার অনেক বেশি।
বেশির ভাগ পাঠক পাঠিকাই রোম্যান্টিক লেখা পছন্দ করেন বলে মনে হয়। অমার্জিত শব্দের লেখা তো বটতলার বইয়ে, রসময় গুপ্তের লেখায় পাওয়াই যায়।