20-11-2024, 05:27 PM
(18-11-2024, 04:48 PM)বহুরূপী Wrote: এমন গল্প পড়ার লোক এখানে আছে এটাই তো আশ্চর্যজনক।
আপনার ভালো লাগবে কিনা তা তো বলা যায় না।তবে বৌদিমণি গল্পটা শেষ করে, স্বামী গল্পটিতে হাতে দেবার আগে, দুটো ছোট্ট গল্প লিখবো– আর হাঁ, ওদুটোতে নায়ক নায়িকা একজন করেই। তবে সম্পূর্ণ রোমান্টিক গল্প আপাতত ধরার ভরশা পাচ্ছি না।কারণ রোমান্স পড়ার লোক এখানে আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। তাই তো খিচুড়ি রান্না করতে বসেছি।
রোমান্টিক গল্প পড়ার পাঠক-পাঠিকা অবশ্যই আছে ,কিন্তু রোমান্টিক গল্প লেখার লেখক- লেখিকাদের অভাব।
