17-11-2024, 10:54 PM
(17-11-2024, 07:14 PM)বহুরূপী Wrote: আউচ....!! থ্রিসাম কোথায় দেখলেন? তবে গল্পটা ভালোবাসারও নয়- ওই হালকাভাবে রোমান্টিক পরিবেশের চুল ঘেষে চলে যাওয়া মাত্র। কারণ পরিবারের কারো সাথে ইরোটিক কিছু চিন্তা ভাবনা করাটাই আজগুবি।
থ্রিসাম দেখিনি, গন্ধ পেয়েছি - দুজনকে একসঙ্গে তোলার কথা হল কিনা!
পরিবারের কারো সঙ্গে প্রেম, ও শরীর সম্পর্ক বিরল হতে পারে, তবে বাস্তব। এবং তারা কিন্তু সবাই উন্মত্ত কামুক নয়।
থ্রিসামও বাস্তব। কিন্তু উন্মত্ত কামুকদের মধ্যে। আমারই এক বন্ধু ইংল্যান্ডে থাকে। সে একটি ইংরেজ পুরুষকে বিয়ে করে ও এখন দুই ছেলেমেয়ের মা। স্বামীর সঙ্গে তার ডিভোর্স হল গত বছর। সেই প্রায়ই থ্রিসামে লিপ্ত হয়। বিভিন্ন পার্টনারের সঙ্গে। তার জন্যে ভুগতেও হয়েছে। হারপিস নামে একটি এসটিডি তে আক্রান্ত হয়েছিল। এখন ডাক্তারের ওষুধের গুণে রোগমুক্ত।