17-11-2024, 07:09 PM
(15-11-2024, 02:05 PM)বহুরূপী Wrote: পর্ব ৪মাসি তো গাঁইয়ের মেয়ে। সেখানে কফি শপ। কুড়ি বছর আগে?
–
মাসি বলল বটে তবে রেগে তো যায়নি । এটা আমার জন্যে প্লাস পয়েন্ট। কারণ মাসি সহজে রাগতে পারে না । সুতরাং আমি এবার একদম তাকে প্রশ্নের বেড়াজালে আটকে ফেললাম। অবশেষে মাসি কাঁপা কাঁপা কন্ঠস্বরে বললে,
– পাড়ার এক দাদার সাথে একবার কফি সপে বসেছিলাম। তবে শুধু ওটুকুই।
এটুকুই বলেই মাসি থেমে গেল,এবং তার মুখমন্ডল হয়ে গেল রক্তিম। তবে আমি ছেড়ে দেবার পাত্র নোই। এদিকে মাসিও কিছুতেই কিছু বলতে রাজি নয়। অবশেষে আমি রেগে গিয়ে বলে বসলাম,