16-11-2024, 09:09 PM
(08-11-2024, 10:57 PM)বহুরূপী Wrote: মাসি নাকি মা? পর্ব ৩
– কিসের ছিঃ ছোট বেলায় তো কত জড়িয়ে ধরে চুমু খেয়েছি তোমায়, এখন বড় হয়েছি বলে ছিঃ ছিঃ করছো কেন?
মাসি তৎক্ষণাৎ উত্তর করতে না পারলেও আমার বাহুবন্ধনে ছটফট করে উঠলো। আমি মাসিসে জড়িয়ে রেখেই বললাম,
– অনেক কৈফিয়ত দিতে হবে তোমায় আজ। আমার অনেক প্রশ্ন উত্তর চাঈ আজ। তবে আপাতত মুক্তি দিচ্ছি তোমায়। কিন্তু মনে রেখো রাতে খাওয়া দাওয়ার পরেই এই নিয়ে আমাদের আলোচনা।এই দশটি বছরে অনেক কথাই অজানা রয়ে গেছে,আর নয় এবার সব জিনার সময় হয়েছে।
মাসির মনে কি হচ্ছে তা মাসিই জানে। তবে আমি দেখলাম আমার বাহুবন্ধনে মাসির মুখে কেমন ভয় ও লজ্জা একত্রিত হয়ে ফুটে উঠেছে। তার দু'চোখের দৃষ্টি এলোমেলো ভাবে পরছে রুমের চারপাশে। কোন কারণে মাসি আমার দিকে তাকাতেই পারছে না চোখ তুলে।
রাতে খাওয়াদাওয়ার পর আলোচনা হয়েছিল? দেখতে পেলাম কি?