16-11-2024, 09:02 PM
(15-11-2024, 02:05 PM)বহুরূপী Wrote: পর্ব ৪অসাধারণ বিবরণ। সবকিছু ছবির মত ফুটিয়ে তুলেছেন। গোলগাল শ্যামবর্ণা মাসির উচ্চতা জানা গেল। মহিনের উচ্চতা ধরে নিচ্ছি ৫'৮"। বাঙালির মধ্যে দীর্ঘকায়। তাহলে, মাসির ৪'১০" হবে। আর কলির হবে ৫' ১" ।
আরও সপ্তাহ দুই গেল যেন চোখের পলকে। এই সময়ে মধ্যে আমার দুই কাকার সাথে কথা বলে থানার মামলা ডিসমিস হয়ে গিয়েছে। অবশ্য তাদেরকে কিছু যে দিতে হয়নি এমন নয়। তবে কি না জমিজমা নিয়ে মাসিমার কিছুই করবার ছিল না। তাই তাদের দাবির বাইরেও গিয়েও অধিক দিয়ে দেওয়া হল। কিন্তু লিখে দেওয়া হলো না। দাবি অনুযায়ী চাষযোগ্য যা জমি ছিল, তার সবই তাদের হাতে দেখভাল করতে তুলে দেওয়া হলো। তবে কথা হলো সেই জমিজমার আয়ের একটা অংশ মাসিমার হাতে তুলে দিতে হবে। থানার-পুলিশের চক্করে ঘুরতে ঘুরতে আমার দুই কাকাও ভাড়ি অস্থির হয়ে উঠেছিল।