26-06-2019, 08:56 PM
(19-06-2019, 08:18 PM)fer_prog Wrote: একটা ইংরেজি গল্পের ভাবধারা থেকে অনুপ্রানিত হয়ে, সেটাকে আমাদের সমাজের সাথে মিলিয়ে আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খাইয়ে এই গল্পটি লিখছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি একটি আত্মজীবনীমূলক গল্প, এক নারীর জবানীতে। নিজের কথা নিজে বলতে গেলে যেমন অনেক কিছু আড়াল হয়ে যায়, অন্যে কি ভাবছে, সেটা বুঝতে হলে নিজের মত করে বুঝতে হয়, সেই দোষে এই গল্প দুষ্ট। তাই পাঠকদের পড়তে পড়তে একঘেয়ে লাগতে পারে, বা যৌনতা অনেক কম বলে আকর্ষণ ও কম লাগতে পারে। এটা হলে ও আমি পাঠকদের দোষ দিবো না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট শুরু করলাম। গল্পটিতে কাকওল্ড ও অজাচার(Incest) বিদ্যমান। তাই যাদের এসব বিষয় পড়তে খারাপ লাগে, তারা এটিকে এড়িয়ে যাবেন, এই আশা করি।which story ?