10-11-2024, 01:16 PM
(26-10-2024, 01:22 AM)বহুরূপী Wrote:অপূর্ব কথনের ভঙ্গিমা! আপনাকে অভিনন্দন জানাই।মাসি নাকি মা?
Romance & পারিবারিক গপাগপ-সবার জন্যে নয় মনে হয়।
আমার তখন ছাত্র জীবন। পলিটেকনিকালে পড়ার সুবাদে নবম শ্রেণীতে ভর্তি হবার জন্য ঢাকা চলে গিয়েছিলাম এখন থেকে প্রায় ১২ বছর আগে। তারপর পড়াশুনা শেষে ছোট খাটো একটা চাকরিও পাই ঢাকাতেই। একটা ছোটখাটো ফ্লাটে আমার থাকা খাওয়া সব হতো। ধীরে ধীরে চাকুরীতে উন্নতি করার সাথে সাথে কিছু খারাপ অভ্যেসও যুক্ত হল।কারণ বাধা দেবা মতো আমার দিক থেকে কেউ ছিল না বললেই চলে।ফল সরূপ প্রতি সপ্তাহে অন্তত দুই বার মেয়ে বন্ধুদের সাথে বিছানায় সময় কাটানো আমার অভ্যেস পরিনত হয়েছিল। একলা জীবনে টাকা-পয়সার আসা যাওয়া বিশেষ প্রভাব ফেলতো না।তবে সবে যে উড়িয়ে বেরিয়েছি এমনটাও নয়। চাকরিতে বড়সড় পোস্ট তারপর নিজস্ব বাড়ি। মোটের ওপড়ে জীবন মন্দ ছিল না।