10-11-2024, 12:52 PM
(09-11-2024, 08:27 PM)Henry Wrote: সুচি বললে---পিঠে অমন দাগ কেন গো? ময়লা জমেছে নাকি?সূক্ষ্ম ও ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিটেলে সমৃদ্ধ এবারের লেখা। লেখককে অশেষ ধন্যবাদ।
জয়ন্ত থতমত খেলো। কোন দাগের কথা বলছে সুচিত্রা? সেদিন অনলের ফ্ল্যাটে সঙ্গমের চূড়ান্ত মুহূর্তে যখন জয়ন্ত তার লিঙ্গের ওপর মিতাকে বসিয়ে মৈথুন করছিল, তখন উত্তেজনায় মিতা তার তীক্ষ্ণ নখ দিয়ে কয়েকটা আঁচড় কেটেছিল জয়ন্তের পিঠে।
সুচি ঐ জায়গাগুলোতে ওর নরম হাতের স্পর্শে খুঁটিয়ে খুঁটিয়ে বোলাতে লাগলো। বলল---কোথাও ঘষা লেগে কেটেছে মনে হয়। ডাক্তারি করো নাকি ঝোপ ঝাড় সাফ করতে যাও বুঝি না বাপু। স্নান করার পর মনে করো, মলম লাগিয়ে দেব।
জয়ন্তের বড্ড খারাপ লাগছে এই মুহূর্তটা। তার ব্যাভিচারের ক্ষততে তার স্ত্রী মলমের প্রলেপ দেবে এ' বড় অস্বস্তিকর তার কাছে।
স্নান সারবার পর দুজনের জন্য ভাত বেড়ে আনলো সুচিত্রা। জয়ন্ত বলল---অংশু খেয়েছে।