09-11-2024, 01:15 PM
(08-11-2024, 06:00 PM)kumdev Wrote: সপ্ত ত্রিংশতি পরিচ্ছেদগল্পটি মনে হয় কুড়ি/পঁচিশ বছর আগের সময়কে ধরেছে। অ্যাটেস্ট করার ব্যাপারটা তখনকার। এখন আর এর প্রয়োজন নেই।
ইলিনা ব্রাউন ব্যাগ থেকে আরণ্যকের ছবি সাটানো পিএসসির ফর্ম বের করে প্রিন্সিপালের দিকে এগিয়ে দিয়ে বলল,ম্যাম এগুলো এ্যাটেস্ট করাতে এসেছি।
মিসেস রোজারিও উল্টেপাল্টে ভালো করে ফর্মটা দেখে ছবির কিছুক্ষণ তাকিয়ে বললেন,হু ইজ দিস হ্যাণ্ডসাম?
এই আশঙ্কা ছিলনা তা নয় একটু ইতস্তত করে লাজুক গলায় বলল,আমার হাজব্যাণ্ড।
সই করতে গিয়ে কলম থেমে যায় মিসেস রোজারিও চোখ তুলে বললেন,কবে বিয়ে করলেন?
ফিফথ নভেম্বার।
ভেরি গুড।মেয়েদের জীবনে একজন পুরুষ সঙ্গী ভেরি এসেন্সিয়াল।সই করতে করতে মিসেস রোজারিও বলেন, মি.সোম কি করেন?
ইলিনা ঢোক গিলে বলল,তেমন কিছু না মানে--।
ইলিনার নিজের স্বামী সম্বন্ধে এত দ্বিধা কেন? সে গর্ব করে বলতে তো পারে, "আমার স্বামী একজন ছাত্র"