09-11-2024, 01:11 PM
(08-11-2024, 10:57 PM)বহুরূপী Wrote: মাসি নাকি মা? পর্ব ৩আপনার এই রচনাটা নজর এড়িয়ে গেছিল। অপূর্ব বিবরণ। নয়নতারা গল্পের দুর্বলতাগুলো এই গল্পে অনেকটাই অদৃশ্য।
ঢাকায় থাকতে তো টের পায়নি এমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পানা পুকুরটার চারপাশে ছোট বড় খেঁজুর গাছের জটলা। কেউ লাগিয়েছে বলে মনে হয় না,বোধকরি নিজের থেকেই হয়। একটু আগে পানা পুকুরের পাশে আলপথে দিয়ে একটি লুঙ্গি পরা লোক হেটে এলো। হাতে কয়েটি হাড়ি ও কাসতে জাতীয় ধারালো কিছু একটা। পুকুর পারের বড় সবকটা গাছেই হাড়ি বেঁধেছে সে। তার একটা গাছে বেঁধে রাখা হাড়ি থেকে কী সুখ নিয়েই না রস খাচ্ছে পাখিটা! পাশেই কালচে সবুজ রঙের ধানক্ষেত, ধানের শিষে শিশির বিন্দু! একটি বসতবাড়ি দেখা যাচ্ছে! টিনের চালায় লাউ গাছটার লতা এখনও আড়মোড়া ভাঙেনি। হাঁটতে হাঁটতে এক সময় পৌছালাম পাড়ার চায়ের দোকানে। তবে চা হয়নি,সবে মাত্র উনুনে আঁচ পরেছে। একটা স্টার সিগারেট ধরিয়ে ঠোঁটে গুজে আবারও রাস্তায়।
এই শীত শীত সকালে গায়ে চাদর না জড়িয়ে হাঁঁটতে বেশ লাগছিল তা বলা যায়না। তবে ভাবতে লাগছিল বেশ। যদিও ভাবনাটা অতিরঞ্জিত কিছু নয়। দূর্বল মনের অসহায় ভাবনা। রাস্তায় বেরুবার আগে মাসিকে দেখলাল শুধু সাদা শাড়িখানা তার ভরাট যৌবনে জড়িয়ে নিয়ে বাগানে দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। ভেজা চুলে হলুদ রঙের গামছা পেঁচানো। বুঝতে দেরি হলো না মাসি পুকুর থেকে স্নান সেরে এসেছে।